নিজস্ব সংবাদদাতা: খুব অল্প সময়ের মধ্যে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকটি। টিআরপি বাড়াতে এবার জমজমাট নতুন প্রোমো আনা হল এই ধারাবাহিকের।
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখছেন তারা জানেন 'হৃদান'-এর প্রেমিকা একজন সন্ত্রাসী। যেটা হৃদানের অজানা। তার প্রাক্তন প্রেমিকা তার জামাইবাবুর হয়েই কাজ করছে। এদিকে হৃদান জানে এক ট্রেন দুর্ঘটনায় সে মারা গিয়েছে আর তারপর থেকে হৃদানের জীবনে অন্ধকার নেমে আসে। প্রাক্তন প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া সে। কিন্তু হৃদান জানে না সেই ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছিল তার প্রাক্তনই।
সন্ত্রাসী হলেও মেয়েটি হৃদানকে ভীষণ ভালবাসে। এদিকে পরিস্থিতির চাপে ডায়মন্ডকে বিয়ে করে হৃদান। ধীরে ধীরে তাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠছিল কিন্তু তার মাঝেই নেমে এবার এল কালো ছায়া।
সম্প্রতি, চ্যানেলের তরফে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা গেল বিশ্বকর্মা পুজোর দিন পরিবারের সবার সঙ্গে ছাদে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ডায়মন্ড আর হৃদান। বাড়ির সবাই হৃদানকে বলে যে ডায়মন্ডকে সে কতটা ভালবাসে তা আজই যেন নিজের মুখে বলে দেয়। কিন্তু ঠিক সেই সময় হাজির হয় হৃদানের প্রাক্তন প্রেমিকা। তাকে দেখে চমকে ওঠে ডায়মন্ড। সে জানতে পারে হৃদান আজও শুধুমাত্র তার প্রাক্তনকেই ভালবাসে। তাহলে কি এবার ভাঙতে চলেছে ডায়মন্ড আর হৃদানের সম্পর্ক? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
