নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান'-এ মহারাজ আর পূজারিণীর জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিয়েছে। সেই ছবি এখন ফুটে উঠছে টিআরপি তালিকায়। শুরুতে দু'জনের ভাব না জমলেও এখন একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একটু একটু করে জমে উঠেছে মহারাজ-পূজারিণীর রসায়ন। মনের কথা একে অপরকে বলে ওঠে হয়নি তাদের। তবুও যেন দু'জন, দু'জনের প্রতি এক অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে। যতই ঝড় আসুক, একে অপরকে আগলে রেখেছে তারা।


দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য গল্পে আসছে একের পর এক নতুন মোড়। কিছুদিন আগেই মনোমালিন্য চলছিল নায়ক নায়িকার মধ্যে। সত্যের সন্ধানে পূজারিণী। কিন্তু এর মাঝেই এল বড় বিপদ। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মিথ্যে অপবাদের কারণে জেলবন্দি মহারাজ। সোমনাথ আর প্রিয়াঙ্কার চক্রান্তে এই হাল মহারাজের। তাঁর এই বিপদের দিনে পাশে দাঁড়ায় পূজারিণী।  


মিথ্যের জাল থেকে মহারাজকে কি বের করতে পারবে পূজারিণী? সেই উত্তর মিলবে ধারাবাহিকের মহাপর্বে। এই মহাপর্বকে কেন্দ্র করেই টিআরপি তালিকায় কি 'বাংলা সেরা'র তকমা পাবে 'উড়ান'? এখন সেটাই দেখার।