নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে নেই কোনও চ্যানেল। এবার কোমর বেঁধে নেমে পড়ল কালার্স বাংলাও। এবার নতুন টুইস্ট আসছে 'ফেরারি মন'-এ। এক ধাক্কায় ৯ বছর এগিয়ে যাচ্ছে গল্প।
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, ভয়াবহ দূর্ঘটনায় হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে এসেছে অগ্নির। এদিকে, এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে তুলসী। কিন্তু ষড়যন্ত্র করে পরমা হাসপাতাল থেকেই তুলসীর মেয়েকে সরিয়ে এক অনাথ শিশুকে রেখে দেয়। এই ঘটনা বিন্দুমাত্র টের পায়না তুলসী-অগ্নি। ধীরে ধীরে তাদের আদর, যত্নে বড় হয়ে ওঠে ছেলেটি। সখ করে তুলসী, ছেলের নাম রাখে শিব।
এরপর কেটে যায় ন'টা বছর। শিবের জন্মদিনে তাকে নিয়ে মন্দিরে যায় তুলসী। সেখানেই তার হারিয়ে যাওয়া মেয়ে গঙ্গার সঙ্গে দেখা হয়।
স্বাভাবিকভাবেই গঙ্গাকে চিনতে পারে না তুলসী। গঙ্গা তুলসীকে জানায়, আজ তারও জন্মদিন। নাড়ির টানে গঙ্গার প্রতি মায়া হয় তুলসীর।
এবার কি নিজের মেয়েকে চিনতে পারবে সে? পরমার চক্রান্ত ফাঁস হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
প্রসঙ্গত, বরাবরই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে অগ্নি-তুলসীর জুটি। প্রথম থেকেই নানা টানাপোড়েন গ্রাস করেছে তাদের। কিন্তু সব বাধা পেরিয়ে জয় হয়েছে তাদের ভালবাসার। এবার কি জুটিতে গঙ্গার আসল পরিচয় খুঁজে বের করতে পারবে তারা? এখন সেটাই দেখার।
