নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ ফুলকি-রোহিত। দর্শকের থেকে দারুণ ভালবাসা পায় তাদের জুটি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখে যেন চোখ ফেরাতে পারেন না দর্শক। আর সেই ছবি প্রতি সপ্তাহে ফুটে ওঠে টিআরপি তালিকায়।
গল্পে আসছে একের পর এক টুইস্ট। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে পিয়াল। ফুলকি তাদের পাশে দাঁড়ায়, কিন্তু ফুলকির পাশে থাকবে কি রোহিত? এদিকে, পাশে থাকা তো দূরের কথা। আবারও ফুলকির দিকেই অভিযোগের আঙুল তোলে রোহিত। বাড়ির চৌকাঠে পিয়াল ও তার নতুন বউকে দাঁড় করিয়ে চলে পারিবারিক অশান্তি। কী হবে এবার? পিয়ালের বিয়ে কি মেনে নেবে পরিবারের সবাই? ফুলকিই বা কি করবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এদিকে, একটু একটু করে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। রোহিতের প্রতি ফুলকির ভালবাসা প্রকাশ পেলেও এখনও পর্যন্ত নিজের মনের কথা ফুলকিকে বলতে পারেনি রোহিত। কিন্তু মনে মনে সে যে ফুলকির ভালবাসায় সাড়া দিচ্ছে তা বুঝতেই পারছে।
এই দৃশ্যের শুটিংয়ের সাক্ষী ছিল আজকাল ডট ইন। এদিন ফ্লোরে রোহিত-ফুলকি দু'জনেই জানায়, তাদের চোখে সেরা জুটি কারা? এককথায় 'ফুলকি' ওরফে দিব্যানীর জবাব "আমরাই"। কিন্তু 'রোহিত' ওরফে অভিষেক বলেন, "সেরা জুটি বলব না। তবে আমার পছন্দের কিছু অভিনেতা আছেন, যাঁরা খুব ভাল কাজ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন রুবেল (রুবেল দাস), রণজয়দা (রণজয় বিষ্ণু)।"
