নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে দর্শকের মন জয় করেছে কাব্য ও দিতি ঘটকের গল্প। জি বাংলার 'মালা বদল' শুরু থেকেই পছন্দের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে। 

 

মল্লিক বাড়ির নানা কাণ্ড ফুটে ওঠে ধারাবাহিকের গল্পে। এদিকে একে অপরের প্রতি ভাললাগা জন্মালেও এখনও মুখ ফুটে নিজের মনের কথা বলে উঠতে পারে নি কাব্য-দিতি। ধীরে ধীরে খিটখিটে উকিলের মন জয় করে ফেলেছে মিষ্টি দিতি ঘটক। কিছুদিন আগেই মল্লিক বাড়িতে কাব্যর বউ হওয়ার অছিলায় এসে জুটেছিল শিউলি। অনেক কষ্টে তাকে বিদায় করে হাফ ছাড়তে না ছাড়তেই উড়ে এসে জুড়ে বসেছে নতুন বিপদ।

 


মল্লিক বাড়িতে ভাড়া দেওয়া হবে। যাতে তাদের পারিবারিক ব্যাবসা বিয়ে ঘরের ক্ষতির কিছুটা হলেও পূরণ করা যায়। তাই দিতির কথা মতো ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। বিভিন্ন লোক আসলেও ঠিক খাপ খাচ্ছে না তাদের সঙ্গে। এর মাঝেই হঠাৎ হাজির মোহময়ী নারী! মল্লিক বাড়িতে ভাড়ায় থাকতে এসেছে সে। এসেই কাব্যর দিকে নজর গিয়েছে তার। তাই রেগে আগুন দিতি। এদিকে তাকে দেখে বেজায় খুশি বাড়ির ছেলেরা। কপালে হাত মল্লিক বাড়ির বউদের। 

 

নতুন ভাড়াটিয়ার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী জেসমিন রায়কে। নতুন চরিত্রে কাব্য-দিতির মাঝে কী দূরত্ব তৈরি করবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।