নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।
গল্পে অবশেষে রাইকে খুঁজে পেয়েছে অনির্বাণ। স্মৃতি হারিয়ে ফেলার অভিনয় থেকেও সরে এসেছে রাই। অনির্বাণকে দেখে আবেগের বশে মনের কথা বলে ফেলে সে। এরপর তাদের জীবনকে আরও একবার নতুন করে শুরু করার জন্য ফের বিয়ের পিঁড়িতে বসে তারা।
বিয়ের পর অনির্বাণের মায়ের কটু কথায় মনে আঘাত লাগে রাইয়ের। কিন্তু অনির্বাণ তার পাশে এসে দাঁড়ায়, মনের জোর দেয়। একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দেয়।
তাই কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটাতে বেড়াতে যাবে ঠিক করে তারা। জঙ্গলে প্রকৃতির মাঝে একে অপরের মাঝে সুখ খুঁজে নেয়।
কিন্তু এর মাঝেই ফের বিপদ গ্রাস করল। রাইয়ের সুখের পথে বাধা হয়ে দাঁড়ালো কে? জানা যাচ্ছে, জঙ্গলে ছবি তুলতে গিয়ে দাঁতাল হাতির খপ্পরে পড়ে অনির্বাণ।
অনেকক্ষণ হয়ে গেলেও অনির্বাণের দেখা না পেয়ে রাই জঙ্গলে ছুটে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় অনির্বাণকে পড়ে থাকতে দেখে সে। কী হবে এরপর? অনির্বাণকে কি চিরকালের মতো হারিয়ে ফেলবে রাই?
