নিজস্ব সংবাদদাতা: দর্শকের পছন্দের ধারাবাহিকের তালিকায় শীর্ষেই থাকে স্টার জলসার 'কথা'র নাম। টিআরপি-তেও প্রতি সপ্তাহে ভালই ফল করে কথা-এভির জুটি। গল্পের নিত্যনতুন মোড় আরও মনোযোগ আকর্ষণ করছে দর্শকের। 

 


গল্পে প্রেম দিবসে কথাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে এভি। স্বপ্নের মতো দিনটা একসঙ্গে উপভোগ করেছে তারা। কিন্তু এত সুখের মাঝেও বিপদের আশঙ্কা করছে কথা!

 

 

হানিমুনে একসঙ্গে সময় কাটানোর মাঝে অজানা এক ভয় গ্রাস করছে কথাকে‌। তার মনে হচ্ছে, কেউ যেন তাদের উপর নজর রাখছে। এভি যদিও এই বিষয়টি গুরুত্ব দেয় না। তবে কথার আশঙ্কাই ঠিক। গুহ পরিবারকে ফের বিপদের মুখে ফেলতে ম্যান্ডি নতুন ছক কষে। এবার সে একা নয়, তার সঙ্গে জুটেছে প্রমিত। দু'জনেই কথা-এভিকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে।

 

 

এদিকে, জাল ওষুধ বিক্রি করার অপরাধে গুহ ফার্মাসিউটিক্যালস বন্ধ‌ হয়। তাই বিপাক পড়ে এভির দাদু গুহ বাড়িকে নিলামে তোলেন। একের পর এক দাম উঠতে থাকে বাড়ির। প্রমিত গুহ বাড়ি কিনতে চেয়ে দাম আরও বাড়িয়ে বলে। কিন্তু তখনই সর্বোচ্চ দাম দিয়ে এভি-কথা বাড়িটি কিনতে চায়। তারা কি পারবে আবার এক করতে পরিবারকে? নাকি প্রমিত-ম্যান্ডির চক্রান্তে এবার আলাদা হবে কথা-এভির পথ?