নিজস্ব সংবাদদাতা: এক সময়ের টিআরপি টপার 'অনুরাগের ছোঁয়া' আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। বরাবরই দর্শকের চোখে পছন্দের জুটি হিসাবে রয়েছে সূর্য-দীপা। কিছুদিন আগেই বেশকিছু বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। বড় হয়ে গিয়েছে সোনা, রূপা। কিন্তু দুই মেয়েই মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে।
ধারাবাহিকে সোনাকে অনেক আগেই দেখানো হয়েছিল তবে সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে রূপাকে। আর এই চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই সামনে এনেছিল। রূপাকে দেখেই অবাক হয়েছেন দর্শক। কারণ গল্পে দেখানো হচ্ছে সে অন্ধ। জানা যাচ্ছে ৫ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে ফেলে রূপা।
এখন শাক্য সরকারের মেয়ে সে। জয়ী সরকার হিসাবেই এখন সবাই চেনে তাকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী একই স্কুলে দেখা হয় সোনা আর রূপা। কিন্তু একে অপরকে চেনে না তারা। সোনাকে হারিয়ে প্রতিযোগীতায় সমস্ত পুরস্কার পায় রূপা। কিন্তু তার এই জয় সহ্য করতে পারে না সোনা। ওই অনুষ্ঠানে ছিল সূর্যও। রূপাকে দেখে মায়া হলেও নিজের মেয়ে হিসাবে চিনতে পারে না সূর্য। রূপাকে দেখে কী চিনতে পারবে সূর্য? নাকি দীপার সঙ্গে আদতেও দেখা হবে তার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। কিন্তু কীভাবে অন্ধ হল রূপা? এর পিছনে রয়েছে কোন ঘটনা? তা নিয়েই সিরিয়ালপ্রেমীদের মধ্যে চলছে কৌতূহল।
