নিজস্ব সংবাদদাতা: একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফুলকি-রোহিত।‌ তাই পরিবারের বিপদ হোক কিংবা নিজেদের এগিয়ে যাওয়ার পথে বাধা, সবটাই দু'জন জোট বেঁধে মোকাবিলা করে। 

 


একটু একটু করে একে অপরের কাছে আসছে তারা। অনেকদিন আগেই যদিও ফুলকি মন দিয়েছে রোহিতকে। কিন্তু এবার ফুলকিকে ধীরে ধীরে নিজের ভালবাসায় আগলে রাখছে রোহিতও। 

 


কিন্তু এই সুখ বেশিদিন তাদের সহ্য হল না। ঘোর সঙ্কটে ফুলকি-রোহিত।‌ সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, অবশেষে রুদ্ররূপকে গ্রেফতার করে পুলিশ। এবার পাপের বিনাশ হবে ভেবে মনে মনে শান্তি পায় রোহিত-ফুলকি। কিন্তু কোর্ট চত্বরেই ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড।

 


পুলিশের জাল কেটে বেরনোর জন্য নতুন ফন্দি আঁটে রুদ্ররূপ। পুলিশ অফিসারের থেকে বন্দুক কেড়ে নিয়ে হঠাৎই ফুলকির দিকে তাক করে সে। আতঙ্কে চিৎকার করে ওঠে রোহিত। কিন্তু এর মধ্যেই আসে গুলির শব্দ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে রুদ্ররূপ। তখনই দেখা যায় হৈমন্তী অর্থাৎ লাবণ্যর মা পিছন থেকে গুলি করে রুদ্রকে। কিন্তু কেন নিজের হাতে আইন তুলে নিল সে? এবার কোন নতুন বিপদে পড়তে চলেছে 'ফুলকি'র পরিবার?