নিজস্ব সংবাদদাতা: এবার এক নতুন চমক আসতে চলেছে সান বাংলার ধারাবাহিক 'শোলক সারি'-তে। দুই বোনের জীবনের গল্প নিয়েই এগিয়েছে এই ধারাবাহিক। বিভিন্ন ওঠাপড়া, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই পেরিয়েছে তাদের জীবন। এদিকে, সার্থকের হাত ধরে মুখোপাধ্যায় বাড়িতে পা দিয়েছে শোলক। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তির শেষ নেই। শোলকের বিরুদ্ধে চলছে নানা চক্রান্ত। 

 

 

 

 

শুধু শোলক নয়, তার দিদি সারিকেও নানাভাবে বিপদে ফেলতে চায় আঁচল ও প্রিয়দর্শিনী। এর আগেও তাদের চক্রান্তে পা দিয়েছে দুই বোন। শোলক ও সারির মাঝে দূরত্ব তৈরি করতে যেন উঠেপড়ে লেগেছে আঁচল ও প্রিয়দর্শিনী। তাদের ফাঁদে বারবার পা দিয়েছে শোলক। কিন্তু সারি কিছুতেই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে দিতে চায় না। 

 

 

 

 

কিন্তু এবার মোক্ষম চাল চেলেছে প্রিয়দর্শিনী ও আঁচল। ব্যবসার চাল হিসেবে সারির বিয়ে দিতে চায় আঁচল এবং প্রিয়দর্শিনী। পাত্র হিসাবে বেছে নেয় জমিনহাটার নাড়ুকে। শোলক হাজার চেষ্টা করে যে কোনওভাবে বিয়ে আটকানোর। এদিকে সারি ভালবাসে সঞ্জয়কে। শোলক চেষ্টা করে যে কোনও ভাবে হোক সারির সঙ্গে বিয়ে দেবে সঞ্জয়ের। কিন্তু কী হবে শেষমেশ? আঁচলের চক্রান্ত থেকে কি সারিকে বাঁচাতে পারবে শোলক?