নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই'-এর জনপ্রিয়তা শুরু থেকেই ব্যাপক। মাঝে নায়িকার মুখ বদল হওয়ায় দর্শক একটু মুষড়ে পড়লেও এখন নিত্য নতুন মোড়ে আবারও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই মেগা।
আরণ্যক-রোশনাই ও গরিমার জীবনের নানা মোড় নিয়ে এগোয় গল্প। আরণ্যক ও রোশনাই-এর মিল হয় না হাজার চেষ্টাতেও। বারবার তাদের ভুল বোঝাবুঝি বা জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে দূরত্ব তৈরি হয়। এর মাঝে আরণ্যকের ভালবাসা পাওয়ার জন্যে মরিয়া গরিমা। কিছুতেই সে আরণ্যককে রোশনাই-এর জন্য ছাড়বে না। এদিকে, আরণ্যক গরিমার প্রতি দায়িত্ববোধ থেকেই তাকে দূরে সরাতে পারে না। আবার রোশনাইকেও ভুলতে পারে না। এই নিয়ে এগোচ্ছে গল্প।
এখন গল্পের নতুন মোড়ে দেখা যাবে আরণ্যক ও গরিমা ফের বিয়ের পিঁড়িতে বসবে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হবে কিনা তা যদিও জানা যায়নি। এর আগে তো আরণ্যক নিজে রোশনাই-এর জন্য পাত্র খুঁজে এনেছে। এবার গরিমার কষ্ট দেখে তাকেও কি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে সে?
আজকাল ডট ইন-এর প্রশ্নে পর্দার 'আরণ্যক' ওরফে শন বন্দ্যোপাধ্যায় বলেন, "হ্যাঁ, এরকম হতেই পারে। কারণ, আরণ্যক যেমন উদার মনের মানুষ, ওর পক্ষে এরকম কিছু করা আশ্চর্যের নয়। হয়তো নতুন নায়ক আসবে গরিমার জন্য।" শনের কথায় সায় দিয়ে পর্দার 'গরিমা' ওরফে লেখা চট্টোপাধ্যায় বলেন, "এবার গরিমার মুভ অন করা উচিৎ। অনেকদিন তো এভাবে কাটানো হল। এবার নিজের খুশির কথাটা ভাবা উচিৎ। তাই জীবনে নতুন মানুষ এলে ক্ষতি নেই।"
