সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। 

 


এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। কিন্তু এখন গুঞ্জন, গল্প এগোবে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়েই।

 

 

পর্দায় অনুপমার জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী অনুপমা, এই নিয়েই গল্প। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা‌ পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে 'অনুপমা'র গল্প। 

 

 

ধারাবাহিকের নতুন মোড়ে এবার দেখানো হচ্ছে অন্য কাহিনি।‌ সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। দেখা যাচ্ছে, সংসার ছেড়েছে অনুপমা। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তার নিরুদ্দেশের পোস্টার। কিন্তু কোথায় সে? দেখা যায়, সংসারের মায়া ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছে সে। এবার কোন খাতে বইবে তার জীবন?