শুরু থেকেই টিআরপিতে নিজের জায়গা পাকা করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'‌। বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা প্রথম স্থানে জায়গা করেছিল এই মেগা। তবে এখন 'পরশুরাম'-এর কাছে পরাজিত ভবানী। টিআরপির প্রথম স্থান হাতছাড়া হলেও, গল্পের টুইস্টে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। 

 


গল্পে রাণী ভবানীর জন্ম থেকে বড় হয়ে ওঠা, বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আর শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ তুলে ধরা হবে। রাণী ভবানীর নানা বয়সের লুকে দেখা যায় রাজনন্দিনীকে। কখনও লাল ফিতে দিয়ে কলা বিনুনি বাঁধা গ্রামের সাদামাটা মেয়ে কিন্তু তার হাতে লাঠি, সকলের সঙ্গে পাল্লা দিয়ে লাঠি খেলছে। আবার কখনও একেবারে নতুন কনের বেশে ভারী গয়না আর লাল টুকটুকে বেনারসী পরে পালকি করে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার কখনও রাজবাড়ির বউরাণী হয়ে ক্ষুধার্তদের মুখে তুলে দিচ্ছে খাবার। এমনকী তাঁকে রণরঙ্গিনীর সাজে তরোয়াল হাতে যুদ্ধযাত্রা করতে দেখা গিয়েছে। 

 

এখন ধারাবাহিকের গল্প এগোচ্ছে ভবানী ও রামকান্তর দাম্পত্যকে কেন্দ্র করে। তাদের জুটির রাজ বিবাহ পর্ব দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল।‌ কিন্তু গল্পের মোড়ে নতুন শ্বশুরবাড়িতে এসেই নাকি বিপাকে পড়বে ভবানী। তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তৈরি রাজ পরিবারের কিছু সদস্য। নাটোরের রাজাকে বিয়ে করে কি রাজরানীর সম্মান পাবে সে? পরিবারের সবার মন‌ জয় করতে পারবে ভবানী? এই প্রশ্ন এখন সিরিয়ালপ্রেমীদের মনে।

 


এর মধ্যেই গল্পে এল নতুন মোড়। দেবীপ্রসাদের চক্রান্তে মৃত্যুমুখে পড়েছিল রামকান্ত। তাকে জীবন বাজি রেখে রক্ষা করে ভবানী। চক্রান্তের আড়ালে থাকলেও ভবানী ঠিক চিনে ফেলে আসল অপরাধীকে। তাই দেবীপ্রসাদের কার্যকলাপ নজরে রাখতে শুরু করে সে। 

 

আরও পড়ুন: হানিমুনে গিয়ে কিডন্যাপ হয়ে গেল বউ! মাথায় হাত ছোটপর্দার নায়কের

 


এদিকে, রামকান্তর রাজ্যাভিষেকের দিন ঘটে এক কাণ্ড। রামকান্তর শপথ নেওয়ার সময় বাধা দেয় দেবীপ্রসাদ। সে জানায়, রামকান্তর রাজা হওয়ার কোনও যোগ্যতা নেই। এই কথা শুনে রণংদেহী মূর্তি ধারণ করে ভবানী। তরোয়াল দিয়ে দেবীপ্রসাদের ঔদ্ধত্য দমিয়ে দেয় সে। জানায়, রাজাকে যে মেরে ফেলার ষড়যন্ত্র করে, তার জায়গা রাজসভায় নেই। যতদিন ভবানী থাকবে এই রাজ সিংহাসন রক্ষা করবে। হুংকার দিয়ে সে জানায়, এটাই ভবানীর রাজ শপথ। 

 


ভবানী কি পারবে রাজবাড়ির মান বাঁচাতে? রামকান্তকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে তো সে? নাকি দেবীপ্রসাদের ফের নতুন চক্রান্তের শিকার হবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।