গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র নতুন চমক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে। মৃত্যুর সঙ্গে লড়ছে ময়ূখ। আবারও কমলিনির চক্রান্তের শিকার তারা।
সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ।
এদিকে, মাঠানের যমজ বোন ফিরে এসে তাদের সংসারে বিপদের ছায়া নিয়ে এসেছে। মাঠান যোগমায়াকে আটকে রাখে সে। অন্যদিকে, যমজ বোন শিবানী এখন মাঠানের ছদ্মবেশে। বাড়িতে গোপাল পুজোর আয়োজন করা হয় ধুমধাম করে। পুতুল নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করে। এই শুভদিনে পুতুল ময়ূখকে জানায় যে সে অন্তঃসত্ত্বা।

বাবা হওয়ার খুশিতে ময়ূখ পুতুলকে জড়িয়ে ধরে। তার আরও বেশি করে খেয়াল রাখবে বলে আশ্বাস দেয়। পুতুলও তাদের সন্তানকে ভালভাবে বড় করে তুলবে বলে কথা দেয় ময়ূখকে। এদিকে, বিপদ এসে পড়ে একেবারে দোড়গোড়ায়! অন্তঃসত্ত্বা পুতুলের ক্ষতি করতে চায় শিবানী।
আরও পড়ুন: আইটেম গানে ‘বারুদ’ নুসরত! রক্তবীজ ২-তে ‘অর্ডার ছাড়া বর্ডার পার’ করতে কেন বারণ করলেন অভিনেত্রী?
পুজোর ডালা নিয়ে যখন তড়িঘড়ি যেতে যায় পুতুল, তখন একটা তারে তার পা জড়িয়ে যায়। ফলে পড়ে যায় পুতুল। স্ত্রীকে পড়ে যেতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে ময়ূখ। কিন্তু তাকে পড়ে যাওয়ার থেকে আটকাতে পারে না। পুতুল নিজে পড়ে গেলেও তার চিন্তা হয় সন্তানের জন্য। সত্যিই কি শিবানীর চক্রান্তে ক্ষতি হয়ে যাবে পুতুলের সন্তানের? পুতুল কীভাবে এই সবকিছু থেকে নিজের সন্তানকে রক্ষা করবে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন এই প্রোমো। প্রোমো দেখেই নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া ভেসে এসেছে। শুরু থেকেই যদিও এই ধারাবাহিক নিয়ে চর্চা চলে নেটপাড়ায়। তবে গল্পের নিত্য নতুন মোড়ে যে ধরনের টুইস্ট উঠে আসে, তা দেখার জন্যও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক।
