গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ।‌ সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র নতুন চমক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।

 

 

ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে। 

 


এদিকে, মাঠানের যমজ বোন ফিরে এসে তাদের সংসারে বিপদের ছায়া নিয়ে এসেছে। মাঠান যোগমায়াকে আটকে রাখে সে। অন্যদিকে, যমজ বোন শিবানী এখন মাঠানের ছদ্মবেশে। সে পুতুলের ক্ষতি চায়। বারবার বিভিন্নভাবে তাকে বিপদে ফেলার চেষ্টায় থাকে সে। এদিকে, পুতুল অন্তঃসত্ত্বা। ময়ূখ-পুতুলের জীবনে এই সুন্দর মুহূর্তেও বিরাট বিপদের মুখে পড়ে তারা। 

 

শিবানীর চক্রান্তে পুতুল সন্তানের জন্ম দেওয়ার আগেই সাংঘাতিক বিপদের মুখোমুখি হয়। শিবানী পুতুলের ঘরে আগুন লাগিয়ে দেয়। এখানেই থেমে থাকে না সে। পুতুলের পিঠে ছুরি বসিয়ে দেয় সে। তড়িঘড়ি ময়ূখ হাসপাতালে নিয়ে যায় পুতুলকে। এক ফুটফুটে সন্তানের জন্ম দেয় পুতুল। ময়ূখ সন্তানকে কোলে নিয়ে জানতে চায় যে, পুতুল কেমন আছে? চিকিৎসকরা কিছু জানাতে পারে না তাকে। তবে কি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেল পুতুল? 

 

আরও পড়ুন: রাণী ভবানীর সিঁথির সিঁদুর কেড়ে নিতে চায় দেবীপ্রসাদ! রাজসভায় মুখোশ খুলে গেল 'ঘর শত্রু বিভীষণ'-এর

 


ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন এই প্রোমো। প্রোমো দেখেই নেটিজেনদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া ভেসে এসেছে। শুরু থেকেই যদিও এই ধারাবাহিক নিয়ে চর্চা চলে নেটপাড়ায়। তবে গল্পের নিত্য নতুন মোড়ে যে ধরনের টুইস্ট উঠে আসে, তা দেখার জন্যও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক।