শুরুর সপ্তাহ থেকেই দর্শকের মন জয় করেছিল জি বাংলার পারুল-রায়ান।‌ 'পরিণীতা'র টিআরপিও ছিল চোখে পড়ার মতো‌। তবে বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থান হাতছাড়া হচ্ছিল তার। কিন্তু দুই কিংবা তিন নম্বরে নিজের জায়গা ধরে রাখছিল এই মেগা। তবে গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে ফের প্রথম স্থানে ছিল 'পরিণীতা'। এই সপ্তাহেও বেশ ভালই ফল করেছে এই মেগা।

 

'পরিণীতা'কে শুরু থেকেই দর্শক ভালবাসা দিয়েছেন। গ্রামের মেয়ে পারুলের লড়াইকে প্রশংসা করেছেন অনুরাগীরা। গ্রামের মেয়ে হলেও পারুল কিন্তু শিক্ষিত, তাই এই গল্পটি দর্শকের চোখে অন্য জায়গা পেয়েছে। টিআরপিতেও দারুণ ফল করে এই মেগা। চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করেছিল পারুল। গল্পে বসু বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করে পারুল। কিন্তু এখনও পর্যন্ত পরিবারের অনেকেই তাকে তেমনভাবে পছন্দ করে না‌।

 


এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। এদিকে, শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল। কিছুদিন আগেই পারুলের বোন টগর ও রায়ানের ভাই মল্লারের বিয়ে হয়েছে। টগর ও মল্লারের কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকের। 

 


এভাবে গল্প এগোলেও পারুল ও রায়ানের রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে দর্শকের। দু'জন কাছাকাছি এসেও আবারও দূরে সরে যায়। তবে বিপদের মোকাবিলা হাতে হাত মিলিয়ে করে তারা। ধারাবাহিকে আসছে নতুন এক চমক। দাদা ও রুক্মিণীর সম্পর্ক জোড়া লাগানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিল পারুল।‌

 

আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন কৌশিক রায়, কোন চ্যানেলে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে?

 


পারুলের দাদার আবার বিয়ে দিচ্ছে তার বাড়ির লোক। এদিকে, অভিমান করে পারুলের রুকুদিদি চলে গিয়েছে লন্ডনে।‌ পারুল তাই রুকুকে আনতে লন্ডন পাড়ি দেবে চিন্তা করে। লন্ডনে গিয়ে কীভাবে খুঁজে পাবে সে রুকুকে? এই চিন্তা করে রায়ান। তবে রায়ানকে আশ্বস্ত করে পারুল। সে জানায়, রুকুকে না নিয়ে কিছুতেই ফিরবে না। দাদা আর রুকুদিদির মিল করিয়ে তবে শান্তি পাবে সে। 

 


লন্ডনে পাড়ি দিয়ে কি রুকুকে খুঁজে পাবে পারুল? নাকি অচেনা জায়গায় বড়সড় কোনও বিপদের মুখে পড়বে সে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।