স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া' শুরু থেকেই দর্শকের মন জয় করেছে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী রণিতা দাস ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথমবার বিশ্বরূপ ও রণিতার জুটি বাঁধলেও দর্শক তাঁদের দারুণ ভালবাসা দিচ্ছেন। শুরুতেই জনপ্রিয়তা পাওয়ার ফলে এই ধারাবাহিক রেটিং চার্টেও জায়গা করে নিয়েছে।
এই ধারাবাহিকের গল্পে তাঁরা বাণী ও অনিরুদ্ধ। বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু বাণী কিছুতেই অনিরুদ্ধকে কাছে আসতে দেয় না।
এদিকে, অজান্তেই অনিরুদ্ধর বাড়িতেই রান্নার কাজ নিয়ে আসে বাণী। সেখানে আসার পর থেকেই নানা বিপদের মুখে পড়ছে বাণী। মেয়ে তানিকে নিয়েই দিন কাটে তার। তবে নানা চক্রান্তের মাঝে মেয়েকে নিয়েও ভয় হয় বাণীর। যদি স্বামীর মতো একদিন মেয়েও তাকে ছেড়ে চলে যায়! এসব কথা অজান্তেই মনে চলে আসে তার। একদিন বাণীর আশঙ্কাই সত্যি হল। তানি হঠাৎ হারিয়ে গেল।
একা রাস্তায় কাঁদতে কাঁদতে মেয়েকে খুঁজতে শুরু করে বাণী। অন্ধকারে 'মামমাম' বলে চিৎকার করে ডাকতে থাকে। মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় সে। একটি মন্দির দেখতে পায় সামনে। সেই মন্দিরের কাছে গিয়ে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সে। এদিকে দেখা যায় ছোট্ট তানিও তার মাকে খুঁজছে। আসলে পথ হারিয়ে গিয়েছে তানির। ঠিক এই সময় অনিরুদ্ধর গাড়ির সামনে এসে পড়ে তানি। তানিকে দেখে গাড়ি থেকে নেমে আসে অনিরুদ্ধ।
অনিরুদ্ধকে দেখে ভয়ে জড়িয়ে ধরে তানি। অসহায় হয়ে জিজ্ঞাসা করে, অনিরুদ্ধ কি তার বাবা হবে? ছোট্ট মেয়েটির কথা বুকে এসে লাগে তার। তানির হাত ধরে সে মন্দিরের সামনে এসে দেখা হয় বাণীর সঙ্গে। বাণী মেয়েকে দেখে খুশি হলেও তখনও তানি অনিরুদ্ধকে তার বাবা হওয়ার জন্য অনুরোধ করে। তানির এই বায়না দেখে রেগে যায় বাণী। কিন্তু অনিরুদ্ধ হঠাৎ ঠাকুরের সিঁদুর নিয়ে বাণীর সিঁথিতে পরিয়ে দেয়। জানায়, আজ থেকে সে তানির বাবা, আর বাণীর রক্ষাকর্তাও।
এদিকে, অনিরুদ্ধর এই আচরণে অবাক হয়ে যায় বাণী। কিছু বুঝে ওঠার আগেই তার সঙ্গে ঘটে যায় এমন ঘটনা। তাই হকচকিয়ে ওঠে সে। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকও। বাণী ও অনিরুদ্ধর মিল হোক, চান তাঁরা। বিয়ে হলেও বাণীকে কি মেনে নেবে অনিরুদ্ধর পরিবার? এবার গল্পের মোড়ে কোন বিপদ ঘনিয়ে আসছে বাণী-অনিরুদ্ধর জীবনে? এখন সেটাই দেখার।
