স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন রণিতা দাস ও বিশ্বজিৎ ঘোষ।‌ গল্পে তাঁরা বাণী ও অনিরুদ্ধ। বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু বাণী কিছুতেই অনিরুদ্ধকে কাছে আসতে দেয় না। 

 


এদিকে, অজান্তেই অনিরুদ্ধর বাড়িতেই রান্নার কাজ নিয়ে আসে বাণী। কিন্তু সেখানে ঘটে এক বিপদ। সেই বাড়ি থেকে হঠাৎই চুরি যায় এক হিরের হার। সেই চুরির দায় এসে পড়ে বাণীর উপর। এমনকী বাণীর ছোট্ট মেয়েও বলে যে হিরের হার তার মায়ের ব্যাগের ভিতর আছে। অনিরুদ্ধ যদিও বিশ্বাস করে না এই কথা। কিন্তু বাণীর সম্মান? এই ঘটনার পড়ে কীভাবে মুখ দেখাবে সে? সম্প্রতি সামনে আসা নতুন প্রোমোয় এমনটা দেখে চিন্তায় অনুরাগীরাও। 


 এই ধারাবাহিকে মুখ্য খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়কে। তাঁকে এর আগে দর্শক ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ধারাবাহিক 'কথা'য়। 

 

 

এদিকে, একা তনুকাই নন, ধূসর চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রী ভট্টাচার্যক। সোমাশ্রীকে দর্শক এর আগে বহু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখেছেন। শুধু তাই নয়, 'উড়ান'-এ তাঁর ইতিবাচক চরিত্রটিও মন কেড়েছিল দর্শকের। এবার এই গল্পে তিনি ঠিক কোন চরিত্রে আসছেন তা তো সময়ই বলবে। তবে জানা যাচ্ছে, তনুকার অভিনীত চরিত্রটিই ছোটবেলায় রণিতা ও সোমাশ্রীর ভাগ্য বদলের জন্য দায়ী। 

 

 

এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। ফাহিমকে দর্শক ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখেছেন।‌ কিছুদিন আগেও তাঁকে 'মিত্তির বাড়ি'তে শেষ‌ দেখেছেন দর্শক। ইতিবাচক এবং নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে এর আগে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন ফাহিম‌। 'ও‌ মন দরদিয়া' ধারাবাহিকে ফাহিমকে দেখা যাচ্ছে চলেছে নেতিবাচক চরিত্রে। রণিতার সতীনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। 

 


শুরু থেকেই এই গল্প দারুণ পছন্দ করছেন দর্শক। প্রথম সপ্তাহেই টিআরপিতে জায়গা করে নিয়েছিল এই মেগা। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস। এই প্রথমবার বিশ্বজিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মনে জায়গা করছেন অভিনেত্রী।