স্টার জলসায় কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী রণিতা দাস ও অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। এই প্রথমবার বিশ্বরূপ ও রণিতার জুটি বাঁধলেও দর্শক তাঁদের দারুণ ভালবাসা দিচ্ছেন। শুরুতেই জনপ্রিয়তা পাওয়ার ফলে এই ধারাবাহিক রেটিং চার্টেও জায়গা করে নিয়েছে।
এই ধারাবাহিকের গল্পে তাঁরা বাণী ও অনিরুদ্ধ। বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু বাণী কিছুতেই অনিরুদ্ধকে কাছে আসতে দেয় না।
এদিকে, অজান্তেই অনিরুদ্ধর বাড়িতেই রান্নার কাজ নিয়ে আসে বাণী। সেখানে আসার পর থেকেই নানা বিপদের মুখে পড়ছে বাণী। এবার অনিরুদ্ধ তানিকে শহরের নামী স্কুলে ভর্তি করে দেওয়ার চেষ্টা করে। স্কুলের ফর্মে তানির অভিভাবকের জায়গায় সে নিজের নাম লেখে। এদিকে, অনিরুদ্ধর বাড়ির লোক বাণীকে কথা শোনাতে ছাড়ে না। তারা বাণীকে অপমান করে বলে যে, অনিরুদ্ধর ভাল মানুষীর সুযোগ নিয়ে বাণী নিজের মেয়েকে বড় স্কুলে ভর্তি করিয়েছে। এই অপমান কিছুতেই মেনে নিতে পারে না বাণী।
অনিরুদ্ধ ও তানি বাড়ি ফিরতেই বাণী অনিরুদ্ধকে বলে, সে কেন তানিকে বড় স্কুলে ভর্তি করল? জবাবে অনিরুদ্ধ বলে, তানির ভবিষ্যতের জন্য যেটা ভাল হবে সে সেটাই করবে। এবার কী করবে বাণী? মেয়ের ভবিষ্যৎ? নাকি আত্মসম্মান? কোনদিকে নজর দেবে সে? সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখে দর্শকের মনে এমন প্রশ্নই উঠে আসছে।
প্রসঙ্গত, এবার আসছে 'ও মোর দরদিয়া'র রিমেক! স্টার প্লাসে আসছে এর হিন্দি রিমেক। মেগার নাম 'শেহজাদি হ্যায় তু দিল কী'। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদাকে। গল্পে বাংলা ধারাবাহিকের বাণীর মতোই অন্তঃসত্ত্বা অশিকার চরিত্রটির স্বামী তাকে ছেড়ে চলে যায়। একাই সন্তানের জন্ম দিতে যায় সে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অশিকার চরিত্রটি। ঠিক তখনই তাকে উদ্ধার করে অঙ্কিতের চরিত্রটি।
হাসপাতালে সন্তানের জন্মের পর দেখা হয় অশিকা ও অঙ্কিতের। গল্পে একটু একটু করে অশিকা ও তাঁর সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়েন অঙ্কিত। এই নিয়েই এগোবে ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে এই হিন্দি ধারাবাহিকের প্রথম ঝলক। স্টার জলসার 'ও মোর দরদিয়া'র রিমেক হয়ে যে আসছে এই মেগা তা আর বুঝতে বাকি নেই দর্শকের।
এরকম বহু ধারাবাহিকের রিমেক এর আগে দেখেছেন দর্শক। বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে 'জগদ্ধাত্রী', 'কথা', 'অনুরাগের ছোঁয়া'র মতো বহু মেগা। এবার পালা সদ্য শুরু হওয়া 'ও মোর দরদিয়া'র।
