দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। 

 


শ্রুতি-আরাত্রিকার অভিনয় বিভিন্ন মেগায় দেখে দর্শক পছন্দ করেছেন। দর্শকের মনে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন দুই অভিনেত্রী। তবে এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও। 

 

 

সদ্য শুরু হলেও প্রতি সপ্তাহে টিআরপিতে ভাল ফল করছে 'জোয়ার ভাঁটা'। গল্পের মোড়ে এখন বদলে গিয়েছে নিশা ও উজির জীবন। ভাগ্যের পরিহাসে নিশার বিয়ের দিনই মারা যায় তাদের বাবা। ব্যবসায়ী ঋষি ব্যানার্জির পরিবারের উপর বাবার মৃত্যুর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে নিশার। বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে সে। ঋষি ও তার পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন ধরে নানা ছক কষতে থাকে নিশা। বোন উজি ও বন্ধু ভানুকে সঙ্গে নিয়ে ঋষির পরিবারের সঙ্গে জুরে যায় সে।

 


ঋষির সঙ্গে উজির মিথ্যে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। নিশার পরিকল্পনা অনুযায়ী, উজি বিয়ের পিঁড়িতে বসার আগেই ঋষি ব্যানার্জির মুখোশ খুলে দেবে সে‌। সব অপরাধের প্রমাণ জোগাড় করে সবার সামনে তাদের বাবার মৃত্যুর কারণ তুলে ধরবে। সেই মতো উজিও বিয়ের প্রস্তুতি নেয়। দিদির কথা ফেলতে পারে না উজি, তবে মনে মনে ভয় হয় তার।

 

 

এদিকে, সমস্ত প্রমাণ জোগাড় করে ফেরার পথে পুলিশের চোখে পড়ে নিশা। নিশাকে ধাওয়া করতে থাকে পুলিশের বাহিনী। এদিকে উজির বিয়ের নিয়ম একটা একটা করে পালন হতে থাকে। হাতে সময় কমে আসতে থাকে। ভয় হয় উজির। মনে মনে ভাবতে থাকে, দিদি ঠিক সময়ে আসবে তো? কিন্তু নিশা ঠিক সময়ে আসতে পারে না। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে সে। গাড়ি উল্টে যায় তার। এদিকে, ঋষিও উজির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তবে কি এখানেই দুই বোনের সব স্বপ্ন শেষ? দুর্ঘটনার পর নিশার কী হল? উজির জীবনই বা এখন কোন খাতে বইবে? 

 


সম্প্রতি, প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনই বহু প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। শেষমেশ কী হবে নিশা-উজির? তা জানার জন্য টানটান উত্তেজনাপূর্ণ প্রতিটি পর্বের অপেক্ষায় দর্শক মহল।