কিছুদিন আগেই 'পরিণীতা'য় এসেছে বিরাট মোড়। হঠাৎই মারা গিয়েছে পারুলের দাদা গোপাল। দাদার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পারুল। এর মাঝেই গল্পে আসতে চলেছে নতুন মোড়। ধারাবাহিকের নতুন টুইস্টে দেখা যেতে চলেছে নতুন এক চরিত্রকে। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যেতে চলেছে সেই চরিত্রকে। 

 


প্রোমোয় দেখা যাচ্ছে, পারুল দাদুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে তার নতুন বসের। অনিরুদ্ধ নাম পারুলের বসের। সে আসা মাত্রই পারুলের দিক থেকে চোখ যেন সরাতেই পারছে না। আর এই ঘটনা নজর এড়ায়নি রায়ানের। পারুলের দিকে অনিরুদ্ধর একদৃষ্টে তাকানো দেখে মনে সন্দেহ জাগে রায়ানের। কিন্তু পারুল লক্ষ্য করে অন্য এক বিষয়। অনিরুদ্ধ তার দিকে নয়, বরং একদৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের পিসির দিকে! সেই সময় পারুলের পিছন দিক থেকে রায়ানের পিসিকেই দেখছিল অনিরুদ্ধ। রায়ানের পিসির চরিত্রে দেখা যাচ্ছে, অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে। 

 


এবার কি গল্পের মোড়ে রায়ানের পিসি আর অনিরুদ্ধের কেমিস্ট্রি দেখানো হবে? সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে 'পরিণীতা'র আগামী পর্বে। আপাতত প্রোমো দেখেই উত্তেজিত দর্শক মহল। এই নতুন টুইস্ট দেখার জন্য অপেক্ষায় আছেন সিরিয়ালপ্রেমীরা। 

 

প্রসঙ্গত, কিছুদিন আগে দেখানো হয়েছিল বসু বাড়িতে সবাই একত্রিত হয়ে নাচ-গানে মেতে উঠেছিল, যেন কিছুক্ষণের জন্য সব সমস্যা ভুলে যাওয়ার চেষ্টা করেছিল সবাই। কিন্তু সেই আনন্দের মাঝেই এসেছিল সেই ভয়াবহ মোড়। নাচতে নাচতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল গোপাল। বুকের তীব্র ব্যথা শুরু হয়েছিল তার, ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল সে। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল বাড়ির পরিবেশ। রুক্মিণীর আতঙ্ক, পরিবারের হাহাকারে ভরা পুরো দৃশ্যটাকে দর্শকের জন্য ভীষণ মন খারাপের ছিল। 

 


গল্পে এরপরেই দেখানো হয় মারা গিয়েছে গোপাল।খুব অল্পদিনেই গোপাল ও রুকুকে দর্শক ভালবাসা দিয়েছিলেন। তাদের মিষ্টি সম্পর্কের বন্ধন দেখে চোখ ফেরাতে পারতেন না দর্শক। কিন্তু হঠাৎ কেন গোপালকে এভাবে গল্প থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তা যদিও জানা যায়নি। এর আগে যদিও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর মাধ্যমেই গল্পের মোড় ঘোরানো হয়েছে। এবার ‘পরিণীতা’র ক্ষেত্রেও তেমন ভাবনা বোধহয় চ্যানেলের। কিন্তু তার স্ত্রী রুকুর কী হবে এবার? গল্পে কি তবে অন্য ট্র্যাক আসছে? সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।