জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা' প্রতিদিনই যেন নতুন নতুন চমক নিয়ে আসছে দর্শকের জন্য। তাই টিআরপি তালিকাতেও নিজের জায়গা ফাঁকা করেছে এই ধারাবাহিক। তবে এবার এই মেগার অনুরাগীদের জন্য এল বিরাট দুঃসংবাদ! টলিপাড়ার অন্দরের খবর ধারাবাহিক থেকে বাদ পড়তে পারেন এক গুরুত্বপূর্ণ চরিত্র!
তবে এই খবর এতক্ষণে আঁচ করতে পেরেছেন নেটিজেনরা। কারণ, ইতিমধ্যেই সমাজমাধ্যমে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা সুব্রত গুহ রায়। তাঁকে দর্শক দেখছেন রায়ানের দাদুর চরিত্রে। সমাজমাধ্যমে অভিনেতা দ্রোণ ভট্টাচার্যের সঙ্গে একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন সুব্রত। দ্রোণকে পারুলের দাদা গোপালের চরিত্রে দেখছেন দর্শক।
সুব্রত গুহ রায় লেখেন, 'গোপাল আর দাদুর এটাই শেষ ছবি...তবে জীবন তো থেমে থেকে না... দ্রোণকে ভুলবো কি করে...একসাথে মেকাপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কি করে...আবার দেখা হবে ভাই..আবার একসাথে কাজ করবো....জীবন চলতেই থাকবে...ভালো থাকিস ভাই....সৃষ্টিতে থাকিস.....' (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

এই পোস্ট থেকেই অনেকে আঁচ করেছেন যে দ্রোণের চরিত্রটি বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে যদিও তেমন ইঙ্গিত মেলেনি। তবে? নেটিজেনদের আঁচই সত্যি। শেষ হয়ে যাচ্ছে দ্রোণের চরিত্রটির মেয়াদ। গল্পে ইতিমধ্যেই দেখানো হয়েছে গোপালের অসুস্থতা। সূত্রের খবর, এই অসুস্থতাই মারাত্মক আকার ধারণ করবে। শেষরক্ষা আর হবে না। মারা যাবে গোপাল। কিন্তু তার স্ত্রী রুকুর কী হবে? গল্পে কি তবে অন্য ট্র্যাক আসছে? সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে 'পরিণীতা'র সঙ্গে যে দ্রোণের যাত্রা এখানেই শেষ সেই ইঙ্গিত মিলেছে।
খুব অল্পদিনেই গোপাল ও রুকুকে দর্শক ভালবাসা দিয়েছিলেন। তাদের মিষ্টি সম্পর্কের বন্ধন দেখে চোখ ফেরাতে পারতেন না দর্শক। কিন্তু হঠাৎ কেন গোপালকে এভাবে গল্প থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তা যদিও জানা যায়নি। এর আগে যদিও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর মাধ্যমেই গল্পের মোড় ঘোরানো হয়েছে। এবার 'পরিণীতা'র ক্ষেত্রেও তেমন ভাবনা বোধহয় চ্যানেলের।
এর মধ্যে গল্পে দেখানো হচ্ছে রায়ানের প্রেমিকা মহুলকে। তাকে ঘিরেই এগোচ্ছে গল্প। পারুল আর মহুলের টক্করের জন্য অপেক্ষাও করছেন দর্শক। এর মাঝে গোপালের মৃত্যু কতটা প্রভাব ফেলবে ধারাবাহিকের গল্পকে, সেটাই এখন দেখার। এই চমকের পরে কি টিআরপিতে বিরাট রদবদল ঘটবে? সেই দিকেই তাকিয়ে দর্শক মহল।
