এতদিনে মৌলী জেনে গিয়েছে যে সে রায় পরিবারের কেউ নয়। তার ঠাকুমা বাণী ও তাকে ছোটবেলায় অদলবদল করে দেয়। ফলে বাণীই রায় বাড়ির আসল উত্তরাধিকারী। তাই সেটা জানার পর থেকে মৌলীর সমস্ত রাগ গিয়ে পড়ে বাণীর উপর। সে চায় বাণীকে মেরে ফেলতে। সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমনটাই আঁচ করছেন দর্শক।
মৌলী বাণীকে মেরে ফেলার জন্য ছক কষতে থাকে। এদিকে, বাণী মনে মনে সন্দেহ করতে থাকে। বাণী ভাবে তার থেকে নিশ্চয়ই কিছু লোকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসল সত্যিটা সে কিছুতেই ধরতে পারে না। তবুও মনে মনে ভয় করতে থাকে তার। বাণী এদিকে কিছু বুঝে ওঠার আগেই তার পিছনে ষড়যন্ত্র করে নেয় মৌলী। সে ঠিক করে বাণী সবটা জানার আগেই তাকে মেরে ফেলবে। বাণীই যে এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী, তা সে কিছুতেই জানতে দেবে না।
কিছুদিন আগেই প্রোমোয় দেখা গিয়েছিল, নকুল ফোন করে বাণীকে ডাকে। জানায় তার কিছু বলার আছে। নকুলের ডাকে বাণীও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। সেই সুযোগে মৌলী গাড়ি নিয়ে বাণীর দিকে এগিয়ে আসে। সজোরে ধাক্কা মারে। এদিকে, অনিরুদ্ধ তো এসবের কিছুই জানে না। অনিরুদ্ধর কাছে বাণীর অ্যাক্সিডেন্টের খবর আসে। শুনে হাত থেকে ফোন পড়ে যায় অনির। ছোট্ট তানিও বুঝতে পারে মায়ের বিপদ হয়েছে। তাই সে অনিরুদ্ধকে জড়িয়ে কাঁদতে থাকে।
অনিরুদ্ধ কি পারবে বাণীকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে? মৌলীর চক্রান্ত কি ধরা পড়বে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? জানতে হলে চোখ রাখতে হবে 'ও মোর দরদিয়া'র নতুন এপিসোডে।
এই ধারাবাহিকের গল্পে বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু বাণী কিছুতেই অনিরুদ্ধকে কাছে আসতে দেয় না। কিন্তু শেষমেশ অনিরুদ্ধর সঙ্গে নতুন জীবন শুরু করলেও বিপদ পিছু ছাড়ে না তার। এদিকে, অনেকদিন ধরেই বাণী ও অনিরুদ্ধকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক। গল্পের নতুন মোড়ে কি দর্শকের মনের ইচ্ছা পূরণ হবে?
