নতুন বছরে নতুন টুইস্ট আসছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'য়। এখন গল্পে দেখা যাচ্ছে ঘটনাচক্রে অনিরুদ্ধ ও বাণীর বিয়ে হয়েছে। কিন্তু সেই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না অনিরুদ্ধর পরিবার। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, মৌলী তানিয়াকে চড়া মেকআপ করে দিয়েছে। মুখে মেকআপ করে ছোট্ট তানিয়া মায়ের কাছে আসে। বাণী মেয়েকে দেখে আঁতকে ওঠে।
তানিকে সে জিজ্ঞাসা করে এরকম করে কে তাকে সাজিয়ে দিয়েছে? তানি তখন মৌলীর দিকে আঙুল তুলে দেখায়। মৌলী বাণীকে বলে, 'তুমি যেমন অনিরুদ্ধকে ফাঁসিয়ে বিয়ে করেছ, এবার তোমার মেয়ের পালা। ও রাস্তায় নেমে বড়লোক বাবুদের ধরবে।" মৌলীর মুখে এই কথা শুনে রাগে ফেটে পড়ে বাণী। সে এক চড় কষায় মৌলীর গালে। হঠাৎই বাণীকে এমন রুদ্রমূর্তি ধারণ করতে দেখে মৌলীও অবাক হয়ে যায়। অনিরুদ্ধকে সে বলে বাণীকে কিছু বলতে। কিন্তু অনিও বাণীকে সমর্থন করে বলে, সে যা করেছে একদম ঠিক করেছে। এমনকী বাণীর পাশে থাকারও প্রতিশ্রুতি দেয় সে।
প্রকাশ্যে আসা নতুন এই প্রোমো দেখে দর্শক মহল থেকেও ইতিবাচক সাড়া এসেছে। মেয়ের জন্য বাণীর এই প্রতিবাদী ভাবমূর্তি পছন্দ করেছেন সিরিয়ালপ্রেমীরা।
গল্পে অজান্তেই অনিরুদ্ধর বাড়িতেই রান্নার কাজ নিয়ে আসে বাণী। সেখানে আসার পর থেকেই নানা বিপদের মুখে পড়ছে বাণী। মেয়ে তানিকে নিয়েই দিন কাটে তার। তবে নানা চক্রান্তের মাঝে মেয়েকে নিয়েও ভয় হয় বাণীর। যদি স্বামীর মতো একদিন মেয়েও তাকে ছেড়ে চলে যায়! কিন্তু গল্পের মোড়ে কেউ কাউকে ছেড়ে যায়নি, বরং নতুন সম্পর্ক তৈরি হয়েছে। ছোট্ট তানির কথা রাখতে অনিরুদ্ধ বিয়ে করে বাণীকে।
এই ধারাবাহিকের গল্পে বাণীর সন্তান জন্ম নেওয়ার আগে তাকে একা ফেলে চলে যায় তার স্বামী। অসহায় বাণীকে সেই সময় উদ্ধার করে অনিরুদ্ধ। অনিরুদ্ধর সহযোগিতায় বাণী হাসপাতালে মেয়ের জন্ম দেয়। তারপর থেকে পেরিয়েছে বেশকিছু বছর। তবে বাণী ও তার মেয়ের সঙ্গে যেন মনের টান খুঁজে পায় অনিরুদ্ধ। কিন্তু বাণী কিছুতেই অনিরুদ্ধকে কাছে আসতে দেয় না। কিন্তু শেষমেশ অনিরুদ্ধর সঙ্গে নতুন জীবন শুরু করলেও বিপদ পিছু ছাড়ে না তার।
বাণী ও অনিরুদ্ধকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক। গল্পের নতুন মোড়ে কি দর্শকের মনের ইচ্ছা পূরণ হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
