অপর্ণার বাড়িতে দ্বিরাগমনে এসেছে আর্য।‌ এসেই এক বড়সড় অঘটনের মুখে পড়ে সে। অপর্ণার সামনেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্য! কী হয়েছে তার? সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, অপর্ণার বাপের বাড়িতে এসেছে তারা। নবদম্পতিকে বরণ করে ঘরে তুলেছে অপর্ণার মা। এদিকে অপর্ণার পাড়া-প্রতিবেশীরাও তাদের আপ্যায়ন করতে এগিয়ে আসে। 

 

একজন পরিচিত অপর্ণার জন্য তার পছন্দের নারকেল নাড়ু তৈরি করে আনে। অপর্ণা খুব ভালবেসে সেই নাড়ু খায়। সে আর্যকেও খেতে বলে, আর্য নাড়ু মুখে তুলতেই ঘটে সেই অঘটন। শরীরে অস্বস্তি হতে শুরু করে তার। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সে। হঠাৎই কী হল আর্যর? বুঝতে পারে না অপর্ণা। দ্বিরাগমনে এসে কোন বিপদের মুখে পড়বে আর্য-অপর্ণা? এখন সেই প্রশ্নই ঘুরছে দর্শকের মনে।‌

 


আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব মিটতেই গল্পে আসছে নতুন টুইস্ট। এবার এতদিন ধরে রাজনন্দিনীর চরিত্র নিয়ে যে আভাস দেওয়া হচ্ছিল তার বিষয়ে পর্দা সরবে। জানা যাবে কী করে মারা গিয়েছিল আর্যর প্রথম স্ত্রী, কী ঘটেছিল তার সঙ্গে। একটি প্রোমোতে দেখানো হচ্ছে আর্যকে কেউ কিডন্যাপ করেছে। একটি জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে একটি কারাগার মতো কোনও জায়গায়। আর এক ব্যক্তি সেখানে বাইরে থেকে রিমোট টিপে শায়েস্তা করছে আর্যকে।

স্বামীকে বাঁচাতে এখানে এসে পৌঁছয় অপর্ণা। জানায় যে সে যেভাবেই হোক আর্যকে বাঁচাবে। অপর্ণা আর্যকে দেখতে পেয়েই তার নাম ধরে চেঁচিয়ে ওঠে। স্ত্রীকে দেখে যেন খানিক ভরসা পায় নায়ক। এদিকে সেই চরিত্র রিমোট টিপে শক দিতে শুরু করে আর্যকে। স্বামীকে বাঁচানোর তাগিদে একটি লোহার রড খুঁজে সেটা দিয়ে সেই ব্যক্তিকে মারে অপর্ণা। তারপরই আর্যকে বলে এখান থেকে তাদের পালাতে হবে। আর ঠিক সেই সময়ই অপর্ণার সামনে ফাঁস হয়ে যায় রাজনন্দিনীর মৃত্যুর খবর। 

 


অপর্ণা যখন আর্যকে নিয়ে পালানোর কথা বলে সেই ব্যক্তি বলে ওঠে কাকে নিয়ে অপর্ণা পালাতে চাইছে, একজন খুনিকে নিয়ে? রাজনন্দিনীকে খুন করেছে আর্য। আর সেই কথা শুনে চেঁচিয়ে ওঠে অপর্ণা। তার মাথা ঘুরতে শুরু করে। আর্যর আসল রূপ জেনে এবার কী করবে নায়িকা? সত্যিই কি আর্য রাজনন্দিনীকে খুন করেছে? নাকি সেখানেও রয়েছে ষড়যন্ত্র। সবটা মিলিয়ে গল্প যে জমে উঠেছে সেটাই বলাই যায়।