টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে হাজির হচ্ছেন প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ’ নিয়ে। বৃহস্পতিবারই মুক্তি পাচ্ছে এর প্রথম পর্ব। আর সেই শুরুর দিনেই দুই তারকা অতিথি—আমির খান আর সলমন খান। বলিউডে বহু বছর ধরে তাঁদের নিয়ে গল্পগুজবের শেষ নেই। একদিকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান, অন্যদিকে বলিউডের ‘ভাইজান’ সলমন খান। দু’জনের মধ্যে বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা, দূরত্ব–সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে। আর সেই সব কৌতূহলের জবাব মিলল প্রাইম ভিডিওর ঝকঝকে নতুন টক শো ‘টু মাচ’-এর প্রথম পর্ব।

 

টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে সঞ্চালনার দায়িত্বে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রিমিয়ার হওয়া পর্বেই দেখা গেল দুই খান-কে একেবারে অকপট মেজাজে।সলমনকে নিয়ে যে তাঁর প্রাথমিকভাবে ভুল ধারণা ছিল, আমিরের অকপট স্বীকারোক্তি। শো–তে বসে আমির খান নিজের মনের দরজা খুলে দিলেন। জানালেন, রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের সময়ই আসলে তিনি প্রথম সলমনের কাছাকাছি আসেন। ‘আন্দাজ আপনা আপনা’–এর শুটিংয়ের সময় সালমানের সময়ানুবর্তিতা না মানা নিয়ে তাঁর প্রচুর ক্ষোভ ছিল।

 

 

আমিরের স্বীকারোক্তি— “শুরুতে সলমনকে খানিক অপছন্দ-ই করতাম। আন্দাজ আপনা আপনা–এর সময় ও ঠিক সময়ে আসত না, আমরা সমস্যায় পড়তাম। আমি তখন অনেক কড়া মেজাজের ছিলাম।” পাশ থেকে সলমন বলে ওঠেন, “আরে, তখন আমি দিনে তিনটে শিফটে কাজ করতাম। বড় জোর ঘন্টা পাঁচেক ঘুমোনোর সময় পেতাম। আমার হাতে তখন গোটা ১৫ ছবি আর  ওই একটাই ছবি। তার উপর টেকের আগে এই ব্যাটা এত মহড়া দিত সেসব দৃশ্যের, বিরক্ত লাগত, তাই একটু ঘুমিয়ে নিতাম আর শুটিংয়ের একদম আগে সেটে হাজির হতাম।” সলমনের মুখে এহেন কথা শুনে একচোট হেসে নেন আমির। তারপর অবশ্য ফের মুখ খোলেন — “কিন্তু রীনার সঙ্গে বিচ্ছেদের সময় সলমন আমার বাড়িতে রাতে খেতে এল, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব দারুণ জমে ওঠে।”

 


অন্যদিকে সলমন খানও এই পর্বে থাকলেন একেবারে খোলামেলা। নিজের সব সম্পর্ক, ব্যর্থতা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করলেন। নিজের সম্পর্ক ভাঙনের গল্প তুলে ধরে বললেন— “যখন একজন সঙ্গী অন্যজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই দূরত্ব তৈরি হয়। নিরাপত্তাহীনতা ঢুকে পড়ে সম্পর্কে। তাই দু’জনকে সমানভাবে বেড়ে উঠতে হয়। আর যদি না মেলে, তবে সেটা হয় না। দোষ থাকলে সেটা আমার।”

 

শুধু অতীত নয়, ভবিষ্যতের ইচ্ছেও জানালেন ‘ভাইজান’। স্পষ্ট ভাষায় বললেন— “আমার বাচ্চা হবেই, আর খুব শিগগিরই! সন্তান আমার হবেই।”

শো-এর ঝলকের পরতে পরতে উঠে এল দুই সঞ্চালিকা টুইঙ্কল–কাজলের রসায়ন। শুধু অতিথিদের অকপট স্বীকারোক্তিই নয়, শো–তে টুইঙ্কল আর কাজলের স্বতঃস্ফূর্ত রসায়নও নজর কাড়ছে দর্শকদের। তাঁদের সপ্রতিভ প্রশ্নে অতিথিরা হয়ে উঠছেন আরও সহজ, আরও খোলামেলা।তাই শোয়ের প্রথম পর্বে দুই খান তারকার ব্যাক্তিগত জীবনের এতসব না-শোনা খোলাসা দর্শকদের নিঃসন্দেহে বেঁধে রাখবে।

কবে, কোথায় দেখা যাবে ‘টু মাচ’ ? প্রথম পর্ব মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর প্রাইম ভিডিওয়। এরপর থেকে প্রতি বৃহস্পতিবারই আসবে নতুন পর্ব।বলিউডের দুই মহাতারকার এমন অকপট কথোপকথন খুব কমই শোনা যায়। তাই ‘টু মাচ’–এর প্রথম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি করেছে।