ধারাবাহিক হোক বা বড় পর্দা, সর্বত্র দাপিয়ে বেরিয়েছেন অভিনেত্রী তুলিকা বসু। বিশেষ করে দর্শকদের পছন্দের ‘মা’ তিনি। এক সময় মঞ্চেও করেছেন অভিনয়। ওয়েব সিরিজেও আবার তিনি একই ভাবে সাবলীল। তবে এবার নতুন যাত্রা শুরু অভিনেত্রীর। যাত্রার মাধ্যমে মঞ্চে ফিরলেন তুলিকা। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষের পর বেশ কয়েক মাস তেমন পছন্দের কাজ পাননি অভিনেত্রী। সেই সময় থেকেই নিজেকে নতুন করে তৈরি করা ভাবনা-চিন্তা শুরু করেন। যেমন ভাবা, তেমন কাজ। সময় নষ্ট না করে এবার যাত্রাতে তুলিকা। সেই বিশেষ যাত্রা পালার নাম ‘আমার মা আমার নয়’। ইতিমধ্যেই দু’টি জায়গায় শো করে ফেলেছেন তুলিকা। আবার এত দিন বাদে সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দর্শকেরা দেখতে পাচ্ছেন তুলিকাকে। একই সঙ্গে নিজের মধ্যে একাধিক সত্তা ধারণ করছেন তিনি।
তুলিকার কথায়, “ধারাবাহিক এবং যাত্রা দুই-ই করব। সেই ভাবেই সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে যাত্রার অভিজ্ঞতা প্রথমবার। এ এক দারুণ অভিজ্ঞতা। আমি দারুণ উপভোগ করছি। আমার অভিনয় চর্চাও হচ্ছে'। ‘আমার মা আমার না’ যাত্রাপালায় মায়ের চরিত্রে অভিনয় করছেন তুলিকা এবং ছেলের চরিত্রে জনপ্রিয় যাত্রা শিল্পী মঞ্জিল বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “যাত্রার ক্ষেত্রে অনেকেই আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই মা সেরা।” মায়ের চরিত্রে তুলিকাও দর্শকদের অত্যন্ত পছন্দের।
তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও নাকি মায়ের মতো সকলকে আগলে রাখতে, সকলের ভাল চেয়ে ভালবাসতে চান তুলিকা। অভিনয় তাঁর জীবনে অক্সিজেনের মতো, তাঁর আরেক সন্তান। তাই এই অভিনয় জগতকে তিনি আরেক পরিবার বলেই মনে করেন। তবে প্রথমবার যাত্রায় অভিনয় করার সময় একটু ভয়েই ছিলেন তুলিকা। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এই মাধ্যম সম্পূর্ণ নতুন সেই কারণে এই কয়েক মাসে নিজেকে ভাল মতো তৈরি করেন অভিনেত্রী। তবে এতদিনের বিরতি এর আগে হয়নি তুলিকার ক্ষেত্রে। প্রথম দিকে মন খারাপ হলেও তিনি পরে আবার নতুন করে শুরু করার কথা ভাবেন, সেখান থেকেই যাত্রায় পথ চলা শুরু। সবমিলিয়ে এই নতুন যাত্রাপথ দারুন উপভোগ করছেন অভিনেত্রী। নতুন করে খুঁজে পেয়েছেন এক পরিবার।
তুলিকার ক্ষেত্রে ভাল থাকা বলতে অভিনয়তেই শুরু এবং সেখানেই শেষ। তার সঙ্গেই সকলকে ভাল রাখতে চান তিনি। তবে শুধুমাত্র যাত্রাপালা, ধারাবাহিকেই নয়, কিছুদিন বাদেই আবার বড় পর্দায় তুলিকাকে দেখতে পাবেন দর্শকেরা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের আগামী ছবি ‘হাঁটি হাঁটি পা পা’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘রঘু ডাকাত’এও অল্প সময়ের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। আপাতত বড় পর্দায় ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন তুলিকা। আবার একদিকে ধারাবাহিক, অন্যদিকে যাত্রাপালায় চুটিয়ে অভিনয়ও করছেন।
