সংবাদসংস্থা মুম্বই: হত্যা নাকি আত্মহত্যা! প্রয়াত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্তে নাম জড়িয়েছে ভারতীয় শিবসেনা নেতা আদিত্য ঠাকরের। দিশার বাবা-সহ তাঁর কাছের মানুষদের দাবি ছিল হত্যা করা হয়েছিল তাঁকে। এবার মুম্বই পুলিশের তদন্তে জট খুলল দিশার মৃত্যুর রহস্যের। জানা গেল হত্যা নয় বরং আত্মহত্যা করেছিলেন সুশান্তের ম্যানেজার।    

 

 

বোম্বে হাই কোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মুম্বই পুলিশ। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কর্মকর্তারা। দিশা সালিয়ান আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারীরা। চলতি বছর মার্চে মাসে আদালতে নতুন করে মেয়ের মৃত্যুর তদন্তের দাবি করেছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। তাঁর অভিযোগ ছিল, দিশাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত অভিযোগের কোনও ভিত্তি নেই বলে তদন্তের রিপোর্টে জানিয়েছে মুম্বই পুলিশ।

 


প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে ২০২০ সালের ৮ জুন মৃত্যু হয়েছিল দিশার। বহুতলের আবাসনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় সুশান্তের ম্যানেজারের। তাঁর ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা যৌন হেনস্থার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানিয়েছিল পুলিশ। তাদের দাবি, পারিবারিক সমস্যা এবং কাজের চাপের কারণে মানসিক অস্থিরতা ভুগছিলেন দিশা। এই অবস্থায় কোনও সুরাহা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দিশা।