তাঁদের প্রেম যেন রূপকথার মতো— কাঁচা বয়সের হাতধরা পথচলা, একসঙ্গে সাফল্যের চূড়ায় ওঠা, আর আলো–যশ–খ্যাতির ভিড়েও অটুট থেকেছে সম্পর্কের জোড়। এত দিনের সেই অদম্য প্রেমেই কি তবে এবার চিড় ধরল? তৃণা সাহা ও নীল ভট্টাচার্যকে ঘিরে এমনই বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলিপাড়া।

২০২১ সালে আড়ম্বরের সঙ্গেই চার হাত এক হয়েছিল নীল ভট্টাচার্য ও তৃণা সাহার। টলিউডের প্রায় সব নামজাদা তারকাই হাজির ছিলেন সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানে। কনের সাজ, বরযাত্রীর আয়োজনে, বিয়ের মেনু—সব কিছুই ছিল আলোচনার শীর্ষে। নেটমাধ্যম ভরেছিল তাঁদের বিয়ের ছবিতে ও শুভেচ্ছার বন্যায়।

কিন্তু বিয়ের স্বল্প কয়েক বছরের মধ্যেই বদলে গেল ছবিটা। ধীরে ধীরে গুঞ্জন শুরু হয়, নাকি নীল–তৃণার সম্পর্কে চিড় ধরেছে। শোনা যায়, এক সময় যাঁরা ছিলেন অবিচ্ছেদ্য, তাঁরা নাকি এখন ক্রমশ দূরত্ব তৈরি করছেন একে অপরের থেকে। সম্পর্কের সেই ফাঁক নিয়েই আজ ক্রমাগত চর্চা।

বিচ্ছেদের গুঞ্জনের পালে আরও হাওয়া দিল ইনস্টাগ্রাম। যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একসময় নিজেদের প্রেমের গল্পের অসংখ্য রঙিন অধ্যায় সাজিয়ে রাখতেন নীল–তৃণা, সেই জায়গাতেই এবার নীরব দুরুত্ব স্পষ্ট। হঠাৎ করেই দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করেছেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই একটি পদক্ষেপই অনেক কিছু বলে দেয়—প্রায়ই সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হয় এটিকে। তার উপর, বহুদিন ধরেই একে অপরের সঙ্গে নতুন কোনও ছবি নেই তাঁদের প্রোফাইলে। সব মিলিয়ে, নেটিজেনদের জল্পনা আরও তীব্র হয়েছে—তাহলে কি সত্যিই শেষের পথে নীল–তৃণার সংসার?

আজকাল ডট ইন তৃণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বেজে গিয়েছে। নীলের কাছে তাঁদের বিচ্ছেদের জল্পনা নিয়ে প্রশ্ন রাখা হলে তাঁর উত্তর, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” নায়কের কথাতেই পরিষ্কার—ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট স্বীকারোক্তি দেননি ঠিকই, তবে সরাসরিও অস্বীকার করেননি।

তবে চার দেওয়ালের অন্দরে যা-ই চলুক, পেশাগত জীবনে দু’জনেই এগিয়ে চলেছেন নিজেদের গতিতে। তৃণার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ আপাতত খ্যাতির শীর্ষে। অন্য দিকে, ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা যাচ্ছে নীলকে।

জুটি হিসেবে নীল-তৃণা বরাবরই টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। পর্দার গণ্ডি পেরিয়ে একাধিক শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপনেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। অনুরাগীরা ভালবেসে তাঁদের নাম দিয়েছেন—‘তৃণীল’। স্বাভাবিকভাবেই, এমন প্রিয় জুটিকে ঘিরে ভাঙনের গুঞ্জন উঠতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
তবে নীল-তৃণা আপাতত নীরব। এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ দু’জনেই। বাকি গল্প—সময়ই বলবে।