নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা'র ট্রেলার। একজনের লড়াই চাকরির জন্য, অন্যজনের একমাত্র সন্তানের জন্য - দুজনের হাতেই রয়েছে বন্দুক, শেষমেষ কে কাকে দেবেন টেক্কা? 

 

 

 

'টেক্কা' ছবির ট্রেলার জুড়ে বর্তমান সমাজের নানা সমস্যা, যা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। সমাজ ব্যবস্থার কাছে হারতে হারতে কখন একজন মানুষ এমন ভয়ংকর হয়ে উঠতে পারে সেটাই দেখা গেল ছবির ট্রেলারে। 

 

এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন দেব এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। চাকরির জন্য দেবের লড়াই, অন্যদিকে নিজের মেয়ের জন্য স্বস্তিকার লড়াই। তবে কেউই ছেড়ে দেওয়ার পাত্র নন। উল্লেখ্য, এখানে দেব একজন পুত্র সন্তানের বাবার চরিত্রে অভিনয় করছেন। দেবের কথায়, "সমাজ ব্যবস্থার কারণে কোন মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা এইরকম হয়ে ওঠে। আবার অনেকেই হারিয়ে যায়। আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলে। সমাজের সেই ছবিটা তুলে ধরার জন্যই টেক্কা। এই চরিত্রটি হয়ে ওঠার জন্য আমায় দেবকে ছাড়তে হয়েছে কারণ ইকলাক সম্পূর্ণ অন্য একজন মানুষ, তার মধ্যে দেবের কিছুটা থাকলেও আজ ইকলাক হত না।"

 

 

'টনিক'-এর পর আবার এই ছবির মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন দেব। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, "পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের, তবে একাধিকবার ছবির প্রস্তাব নিয়ে গেলেও শারীরিক অসুস্থতার কারণ সহ নানা কারণে পরাণদার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। অবশেষে দেবের জন্য আমার সেই ইচ্ছে পূরণ হল।" তবে অভিনয়ে যে একে অপরকে টেক্কা দিয়েছেন প্রত্যেকেই, তা ট্রেলারেই স্পষ্ট।