সুন্দরবন বা কোনও জঙ্গল নয়। এবার সোজা কলকাতার বুকে বাঘের উপদ্রব! সারা শহর দাপিয়ে বেড়াচ্ছে এক রয়েল বেঙ্গল টাইগার। ভয়ে জুবুথুবু গোটা শহর। আর সেই রহস্যের কিনারা করতে নাকি আবারও মাঠে নামছেন ফেলুদা! সম্প্রতি এমনই এখ ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাবছেন ব্যাপারটা কী? আসলে গোটাটাই হল 'ফেলুদার গোয়েন্দাগিরি' ফ্র্যাঞ্চাইজির আগামী সিরিজের ঘোষণার চমক।
শীতে এসে গেল, আর ফেলুদা আসবে না হয়? চলতি মাসেই মুক্তি পাচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য'। সেই সিরিজের স্ট্রিমিং ডেট ঘোষণা করতে এআইয়ের সাহায্যে এমন এক অভিনব ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে হইচই ওটিটি প্ল্যাটফর্মের তরফে। সেখানেই দেখা যাচ্ছে একটি বাঘ শহরের আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে নাগরিকদের সতর্ক করা হচ্ছে সংবাদমাধ্যমের তরফে। বিষয়টা জেনে ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন সকলেই। সেই সময়ই দেখা মেলে ফেলুদার। শীতের নরম রোদ মেখে যোগব্যায়াম করছেন। শরীর চর্চা সেরেই গায়ের চাদর জড়িয়ে জানান তিনি এরই অপেক্ষা করছেন। কিন্তু কবে হবে এই রহস্যের কিনারা?
আগামী ২৪ ডিসেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি: রয়েল বেঙ্গল রহস্য'। এর আগে সন্দীপ রায় এই গল্প অবলম্বনে ছবি বানিয়েছিলেন। সেখানে ফেলুদা হিসেবে দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। তোপসে হয়েছিলেন সাহেব ভট্টাচার্য, এবং বিভূ ভট্টাচার্য ধরা দিয়েছিলেন লালমোহন গঙ্গোপাধ্যায় হিসেবে। এবার সেই একই গল্প নতুন ভাবে আসবে ওটিটির পর্দায়। এখানে আবারও ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। জটায়ু হয়ে থাকবেন অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে হিসেবে আবারও দেখা মিলবে কল্পন মিত্রের। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, মহীতোষ সিংহ রায়ের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। উত্তরবঙ্গের চালসার জঙ্গলে শুটিং হয়েছে এই সিরিজের।
'ফেলুদা গোয়েন্দাগিরি' ফ্র্যাঞ্চাইজির আগের ভাগ অর্থাৎ, 'ভূস্বর্গ ভয়ঙ্কর' মুক্তি পাওয়ার সময়ই ২০২৪ সালে সৃজিত মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ফেলুদা বানাবেন না। বলাই বাহুল্য, এই খবরে বেজায় কষ্ট পেয়েছিলেন ফেলুদা অনুরাগীরা। যদিও কয়েক মাসের মধ্যেই জানা যায়, থামছে না 'ফেলুদার গোয়েন্দাগিরি' ফ্র্যাঞ্চাইজির পথ চলা। কেবল বদলে যাচ্ছে পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়ের জায়গায় পরিচালকের আসনে বসছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত প্রথম 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিরিজ কেমন হয় সেটা জানা যাবে ২৪ ডিসেম্বর। সৃজিত মুখোপাধ্যায় এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এর আগে 'ফেলুদার গোয়েন্দাগিরি', 'ফেলুদা ফেরত' (যত কাণ্ড কাঠমান্ডুতে), 'ভূস্বর্গ ভয়ঙ্কর' পরিচালনা করেছেন।
