সংবাদসংস্থা মুম্বই:
তিন পর্বে শেষ হবে অ্যানিম্যাল!
২০২৩-এ মুক্তি পেয়ে গোটা দেশ কাঁপিয়ে দিয়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিটি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি নিয়ে ঘরে ঘরে চায়ের কাপের সঙ্গে উঠেছিল বিতর্কের তুফান। তবু রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। রণবীরের পাশাপাশি অনিল কাপুর ও ববি দেওলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিল দর্শক-সমালোচক। তবে সেই ছবির শেষেই ইঙ্গিত দেওয়া হয়েছিল পরবর্তী পর্বের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানালেন, দুই নয় বরং তিন পর্বে শেষ হবে অ্যানিম্যাল সিরিজ! প্রসঙ্গত, অল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিরিজও শেষ হচ্ছে তিন পর্বে।
কেমন আছেন সুভাষ ঘাই?
মুম্বইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বলি-পরিচালক সুভাষ ঘাই। এই খবর চাউর হতেই শুরু হয়েছিল নানা গুঞ্জন। পরিচালকের টিমের তরফে যদিও জানানো হয়েছিল ভাল আছেন 'রাম লখন'-এর নির্দেশক, তবুও থামেনি গুঞ্জন। শেষমেশ এবার সমাজমাধ্যমে পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন সুভাষ নিজেই। জানালেন, দিব্যি আছেন তিনি। ফি বছর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার সুবাদে হাসপাতালে যান তিনি। এবারেও ঠিক সেটাই হয়েছে। গুরুতর কিছু নয়।
ছোটবেলায় গোবিন্দাকে কেন পাশে পাননি তাঁর মেয়ে?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে গোবিন্দাকে নিয়ে মুখ খুললেন তাঁর মেয়ে টিনা আহুজা। জানালেন, ছোটবেলায় বাবাকে প্রায় কাছেই পাননি তিনি। কারণ তখন শুটিংয়ে এতটাই ব্যস্ত থাকতেন 'হিরো নম্বর ১'। " সেই সময়ে মা ওই ফাঁকপূরণ করে দিয়েছিলেন ওঁর সাধ্য মতো। স্কুলের ব্যাগ গুছোনো থেকে টিফিনের তদারকি, আমাদের দেখভাল-সব একা হাতে সামলাতেন মা। আর বাবা সিনেমার কাজের জন্য আজ হায়দরাবাদ তো কাল সুইৎজারল্যান্ডে। তাই আজকাল বাবার সঙ্গে যখন বিভিন্ন শো-এ যাই, ওঁকে ভাল করে বোঝার ও চেনার সুযোগ পাই। ওঁর সঙ্গে তাই চুটিয়ে কাজ করছি, যতটা পারি। এইভাবে ছোটবেলার কাছে না থাকার অভাবটা পূরণও করে নিচ্ছি।"
