সংবাদসংস্থা মুম্বই:
মেজাজ হারালেন জ্যাকি
সইফ-কাণ্ড নিয়ে কথা বলাকালীন সংবাদমাধ্যমের উপর মেজাজ হারালেন জ্যাকি। বর্ষীয়ান অভিনেতা জানালেন, এই ঘটনা যে হৃদয়বিদারক তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তার মানে এই নয় গোটা মুম্বই শহর আর নিরাপদ নয়। জ্যাকির কথায়, "এবার থেকে তারকাদের নিজের ও তাঁদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কড়া হওয়া প্রয়োজন..." বলতে বলতেই চীৎকার করে ওঠেন তিনি। আসলে, তাঁর কথার মাঝে পাপারাজ্জিরা কথা বলেই চলেছিল, ডেকেই চলেছিল তাঁকে। সইফের উপর হামলা হওয়া-এরকম এক গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা যে মোটেই হালকা চালে করতে নারাজ তিনি, সেকথাই বাকিদের উদ্দেশ্যে ধমকে ওঠে বোঝালেন তিনি।
শাড়ির জন্য বকাবকি
সম্প্রতি, প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেল রাম গোপাল বর্মার জনপ্রিয় ছবি 'সত্যা'। ছবির পুনঃমুক্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মনোজ বাজপেয়ী, উর্মিলা মাতোন্ডোরকর। সেখানেই অভিনেত্রী জানান নয় এর দশকে 'সত্যা' যখন মুক্তি পায় তখন বলিউড কেবল তাঁর সৌন্দর্য্য ও লাস্যময়তা নিয়েই আলোচনা করত, যা ছিল তাঁর না-পসন্দ। একবার বিরক্ত উর্মিলা তখন প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি নিজের রূপ, স্টাইল নিয়ে বেশি মাথা ঘামান না। " ৫০০ টাকার শাড়ি পরে ছবির অনুষ্ঠানে হাজির হয়ে গিয়েছিলাম। সেটা বলেও দিয়েছিলাম সংবাদমাধ্যমে তারপরই মনীশ মালহোত্র ফোন করে এবং বিস্তর বকাবকি করে। মনীশের বক্তব্য ছিল, আমি একজন নায়িকা সেখানে মাত্র ৫০০ টাকার শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছি, সেকথা ফলাও করে বলার কি খুব প্রয়োজন ছিল? খুব বকেছিল" বলতে বলতে হেসে ফেলেন উর্মিলা।
'আমিরি' গান
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যা দেখে জিয়া নস্ট্যাল নেটপাড়ার। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জাভেদ আখতারের ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর জন্য 'দিল চাহতা হ্যায়' ছবির গান গেয়ে উঠলেন আমির খান! তাঁকে সঙ্গ দিলেন শঙ্কর মহাদেবন এবং ফারহান আখতার। একে এই কাল্ট ছবির গান, তার উপরে আমিরি-কন্ঠ-দর্শক, শ্রোতারা যে নস্ট্যালজিয়ায় ডুব দেবেন, তাতে আর আশ্চর্য কী!
