এবার বিপাকে সমীর ওয়াংখেড়ে!

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে আইআরএস অফিসার সামীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলা নিয়ে বড় প্রশ্ন উঠল। ওয়াংখেড়ে নেটফ্লিক্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সহ একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন, অভিযোগ—ব্যান্ডস অফ বলিউড ওয়েব সিরিজে তাঁকে বিকৃতভাবে দেখানো হয়েছে। কিন্তু শুনানিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব স্পষ্ট জানিয়ে দেন, আবেদনপত্র টিকবে কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে। আদালত সরাসরি বলেন— “আপনার আবেদন গ্রহণযোগ্য নয়। আমি তা খারিজ করছি।” ওয়াংখেড়ের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি যুক্তি দেন,
“এই ওয়েব সিরিজ সারা দেশে, দিল্লি-সহ একাধিক শহরে দেখানো হচ্ছে। এমনকী আমার বিরুদ্ধে বানানো মিমও দিল্লির মানুষ দেখছে।”
কিন্তু আদালত তা মানতে নারাজ। পর্যবেক্ষণ ছিল, যদি মামলাকারী দেখাতে পারতেন যে দিল্লিতে তাঁর সর্বাধিক ক্ষতি হয়েছে, তবে বিষয়টি বিবেচনা করা যেত।শেষে ওয়াংখেড়ের আইনজীবী সময় চান মামলার আবেদন সংশোধনের জন্য। আদালত তাতে অনুমতি দিয়েছে। তবে জানানো হয়েছে—কোনও তারিখ আপাতত নির্দিষ্ট করা হবে না। আবেদন সংশোধন করে দাখিল হলে রেজিস্ট্রি নতুন করে তালিকাভুক্ত করবে।সংক্ষেপে, ওয়াংখেড়ের মামলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে তাঁর সংশোধিত আবেদনের উপর।

 

এমি অ্যাওয়ার্ডসে দিলজিৎ!

গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ এই প্রথম অভিনেতা হিসেবে পৌঁছে গেলেন আন্তর্জাতিক মঞ্চে। বৃহস্পতিবার ঘোষিত ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস ২০২৫–এর মনোনয়নে জায়গা করে নিয়েছেন তিনি। ইমতিয়াজ আলি পরিচালিত নেটফ্লিক্সে অমর সিং চমকিলার বায়োপিকে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর’ ক্যাটাগরিতে শর্টলিস্ট হয়েছেন দিলজিত। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন—ডেভিড মিচেল, ওরিওল প্লা, দিয়েগো ভাসকেজ। 

শুধু তাই নয়, ‘অমর সিং চমকিলা’ মনোনয়ন পেয়েছে ‘বেস্ট টিভি মুভি/মিনি-সিরিজ’ বিভাগেও। ফলে দ্বিগুণ আনন্দে ভাসছে টিম চমকিলা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন— “এটা সবই সম্ভব হয়েছে ইমতিয়াজ আলি স্যারের কারণে।” সঙ্গে ট্যাগ করেছেন নেটফ্লিক্স ইন্ডিয়াকেও।এমি অ্যাওয়ার্ডসের এই স্বীকৃতি দিলজিতের কেরিয়ারে এক নতুন অধ্যায় লিখে দিল বলেই মনে করছে ভক্তমহল।

 


একতার ‘না’! 

সম্প্রতি একতা কাপুরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে রাম কাপুরের ওজন কমানো নিয়ে কটাক্ষের জল্পনা ছড়িয়েছিল। তবে এবার নিজেই মুখ খুললেন প্রযোজক-নির্মাতা। সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে একতা স্পষ্ট করলেন—সেই পোস্ট মোটেই রাম কাপুরকে উদ্দেশ্য করে লেখা হয়নি, বরং তাঁর নতুন শো বড়ে আচ্ছে লাগতে হ্যায়–এর প্রোমোর সঙ্গে যুক্ত ছিল। একতার কথায়—“প্রোমোতেই একটি সংলাপ ছিল, যেখানে মেয়েটি বলছে সে লার্জ সাইজের পোশাক পরে, কিন্তু মিডিয়ামে ফিট হতে চায়। সেখানেই নিজেকে সন্দেহ, বডি-শেমিং আর আত্মবিশ্বাসের প্রসঙ্গ ওঠে। কিন্তু বিষয়টিকে অন্য খাতে নিয়ে যাওয়া হল। রাম কাপুরের নাম এখানে কেন এল বুঝতে পারিনি।”

তিনি আরও যোগ করেন—“রাম এখন টিভিতে নেই, তিনি ওজন নিয়েও লড়ছেন না, বরং অনেকটা ওজন ঝরিয়েছেন। তাই তাঁর সঙ্গে এই প্রসঙ্গ জড়ানোটা সত্যিই অদ্ভুত। যেন আমি চুল নিয়ে কথা বলছি আর কেউ হঠাৎ বলছে—‘তুমি আমায় টাক বললে!’”শুধু তাই নয়, ওজন কমানোর জন্য ‘ওজেম্পিক’-এর মতো ওষুধ নিয়ে বিতর্ক নিয়েও খোলাখুলি মত প্রকাশ করেন একতা। জানান,
“কেউ চাইলে এই ওষুধ নিতেই পারে। আমিও হয়তো ভাবছি চেষ্টা করব, কারণ এই মুহূর্তে আমার শরীর অনেকটা আটকে গিয়েছে। জয়েন্টে ব্যথা, ইনফ্লেমেশন—এসবের কারণে ভাবছি।” সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন এবার একেবারেই থামিয়ে দিলেন একতা কাপুর।