সংবাদসংস্থা মুম্বই:
ফের আসছে ‘ফ্যামিলি ম্যান’
অবশেষে অপেক্ষার অবসান! আবারও ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’। আর একবার নয়—ফের শুরু হতে চলেছে 'শ্রীকান্ত তিওয়ারি'র টানটান অ্যাডভেঞ্চার, যেখানে অফিসের ফাইল আর দেশের সুরক্ষা একসঙ্গে সামলাতে হবে তাঁকে।
মনোজ বাজপেয়ী ও শরিব হাশমি ফিরছেন তাঁদের জনপ্রিয় চরিত্রে, আর ততদিনে দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। রাজ অ্যান্ড ডিকের পরিচালনায় সিজন ৩-এর ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই ঝড় তুলেছে অনুরাগীদের মধ্যে। পোস্টারে মনোজ বাজপেয়ী একেবারে মাঝখানে—চেনা সেই কড়া, নিঃশব্দ চোখের চাহনি, যেন বলে দিচ্ছে, এ বারকার মিশন মোটেই সহজ নয়। তাঁর পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে বেশ কিছু অস্ত্রধারী অচেনা মুখ—যেন মুহূর্তেই বিপদ এসে যাবে সামনে পোস্টারের উপর বড় হরফে লেখা—'দ্য ফ্যামিলি ম্যান রিটার্নস'। আর এতেই স্পষ্ট—ফিরেছেন শ্রীকান্ত, মানে শুরু হতে চলেছে আরেক দফার উত্তেজনা, রোমাঞ্চ আর চূড়ান্ত চমক।
নতুন মিশন, নতুন বিপদ, আর পুরনো সেই ঘরোয়া ও জাতীয় সংকটের জটিল দ্বন্দ্ব!
বিস্ফোরক দর্শীল!
‘তারে জমিন পর’-এর সেই ঈশান অবস্থি—যে চোখে জল এনে দিয়েছিল গোটা দেশের—আজ তিনি অনেক পরিণত, অনেক স্পষ্টভাষী। তিনি, অভিনেতা দর্শীল সাফারি। একসময় যাঁর অভিনয় দেখে অমিতাভ বচ্চন থেকে জনতা—সকলেই বলেছিলেন, “এই ছেলেটা বড় ভবিষ্যতের প্রতিশ্রুতি।” কিন্তু তাঁর কেরিয়ারেরপরবর্তী অধ্যায়টা কি সেরকমই হল? জবাব হল, না হয়নি। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দর্শীল অকপটভাবে জানালেন, ‘তারে জমিন পর’-এর পরের বছরগুলো ঠিক যেমনটা ভেবেছিলেন, সেভাবে এগোয়নি। প্রশংসা যেমন এসেছিল, সেইরকম কাজ বা সুযোগ কিন্তু আসেনি। বরং বারবার পাশে না পাওয়ার অভিজ্ঞতাই হয়েছে প্রবল।
দর্শীল বললেন,“মানুষ কি বলছে, তার সবটাই মনে রাখতে গেলে আপনি চলতেই পারবেন না। কিছু শব্দ, কিছু গুজবকে দূরে সরিয়ে রাখতে শিখতে হয়। সবকিছুর জবাব দেওয়া যায় না।" তারপরই বিস্ফোরক মন্তব্য, “আমার সম্পর্কে কী খবর তৈরি হচ্ছে, কে এসব খবর তৈরি করাচ্ছে —সেইসব নিয়ে খোলাখুলি কিছু বলাও যায় না। বিষয়গুলো জটিল।”
টানা দৌড়েই চলেছে আমিরের ছবি
আমির খান অভিনীত এবং আর এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পর’ মুক্তির পর থেকে একের পর এক চমক দিচ্ছে। সাকনিল্ক ডটকম-এর রিপোর্ট বলছে, ভারতে ইতিমধ্যেই এই ছবি ছুঁয়ে ফেলেছে ৭৫.১৫ কোটি টাকার মাইলফলক। বক্স অফিসের হিসেবে অনেকটা এরকম -
প্রথম দিন (শুক্রবার): ১০.৭ কোটি টাকা
রবিবার (দ্বিতীয় দিন): ২৭.২৫ কোটি টাকা
মঙ্গলবার (পঞ্চম দিন): ৮.৫০ কোটি টাকা
যদিও সোমবারের কালেকশন খানিকটা পড়েছে, তবুও সপ্তাহের প্রথম দিনেই ৮ কোটিরও বেশি আয় ধরে রেখেছে এই ছবি, যা স্পষ্টভাবে প্রমাণ করে—‘সিতারে জমিন পর’ ধরে রেখেছে নিজের গতি। আশার কথা, এই ছবি ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে আমির খানের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’-কে, যার ইন্ডিয়া কালেকশন ছিল ৬১.৩৬ কোটি টাকা।
