নতুন বছরে অক্ষয়-কীর্তি!
প্রশান্ত বর্মার সিনেম্যাটিক ইউনিভার্সের জগতে এবার নতুন চমক। ‘মহাকালী’ ছবির শুটিং সেট থেকে পরিচালক পূজা কোল্লুরু সম্প্রতি শেয়ার করলেন অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে তোলা একটি নিজস্বী, আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল। কারণ, এই ছবিটাই চিহ্ন হয়ে থাকল বলিউডের বহু প্রশংসিত অভিনেতা অক্ষয় খান্নার বহু প্রতীক্ষিত তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেকের গুরুত্বপূর্ণ মুহূর্তের।

ছবিতে দেখা যাচ্ছে, অক্ষয় খান্না তাঁর স্বভাবসুলভ শান্ত, সংযত হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন পরিচালকের পাশে। সেটের ফাঁকেই তোলা এই ছবি যেন জানিয়ে দিল, শুটিং ফ্লোরে রয়েছে ভীষণ ইতিবাচক, উচ্ছ্বাসে ভরা এক পরিবেশ। ছবির সঙ্গে পূজার লেখা ক্যাপশন স্পষ্ট করে দেয়, ‘মহাকালি’ শুধুই একটি প্রজেক্ট নয়, বরং তাঁর কাছে এক সৃজনশীলভাবে তীব্র, আত্ম-অন্বেষণের যাত্রা।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে এই পোস্ট। নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকা, সকলেই অক্ষয় খান্নাকে স্বাগত জানালেন তেলুগু সিনেমায়। পাশাপাশি, প্রশংসায় ভরিয়ে দিলেন পূজা কোল্লুরুকে, যিনি বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের এক মঞ্চে এনে দারুণভাবে যুক্ত করেছেন।
লম্বা রেসের ঘোড়া ‘ইক্কিস’!
অদিত্যি ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এখনও বক্স অফিসে দাপট বজায় রেখে চলেছে। অভূতপূর্ব সাফল্যের জোয়ারে ভাসতে থাকা ছবিটি টানা ২৮ দিন ধরে ডাবল ডিজিট কালেকশন ধরে রেখে বলিউডের ইতিহাসে এক বিরল নজির গড়েছে। তবু এই বিপুল সাফল্যের মাঝেই আকাশে উঠছে নতুন তারাও। শ্রীরাম রাঘবন পরিচালিত বহু প্রতীক্ষিত বায়োগ্রাফিক্যাল ওয়ার ড্রামা ‘ইক্কিস’ জমজমাট ওপেনিং করেছে বক্স অফিসে। ঘরোয়া বাজারে প্রথম দিনেই এই ছবি আয় করেছে ৭ কোটি টাকা।

যদিও সাম্প্রতিক অনেক হিন্দি ছবির তুলনায় ‘ইক্কিস’-এর ওপেনিং যথেষ্ট ভাল, তবুও সেটি এখনও ‘ধুরন্ধর’-এর ২৮তম দিনের কালেকশনের প্রায় অর্ধেক। অর্থাৎ বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ঝড় এখনও থামেনি। তবে সমালোচকদের তরফে প্রশংসা শুরু হওয়ায়, ট্রেডমহলের ধারণা আগামী দিনগুলোতে গতি অনেকটাই বাড়াতে পারে ‘ইক্কিস’। এর সঙ্গে আরও একটি আবেগঘন বাস্তবতা জড়িয়ে এ ছবির সঙ্গে, এটাই কিংবদন্তি ধর্মেন্দ্রর শেষ অন-স্ক্রিন উপস্থিতি।
২০২৬ সালের শুরুতেই এমন দাপুটে সূচনা বলিউডকে নিঃসন্দেহে নতুন শক্তি দিল।খন দেখার, শ্রীরাম রাঘবনের এই যুদ্ধগাথা শেষ পর্যন্ত বক্স অফিস যুদ্ধে কতটা দূর যায়!
বিদ্যার সঙ্গে জুটি ‘খিলাড়ি’-র
বলিউডে আবার ফিরছে এক সময়ের জনপ্রিয় অন-স্ক্রিন জুটি অক্ষয় কুমার ও বিদ্যা বালান। পরিচালক অনিস বাজমির পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন দুই তারকা। ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শুটিং, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। অক্ষয় ও বিদ্যা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০১৯ সালের ‘মিশন মঙ্গল’-এ। তার আগেও দু’জনকে দেখা গিয়েছিল ‘ভুল ভুলাইয়া’, ‘হে বেবি’ এবং ‘থ্যাঙ্ক ইউ’-তে। অনেকদিন পর আবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে পাওয়ার খবরে প্রত্যাশা স্বাভাবিক ভাবেই আকাশছোঁয়া। বিশেষ করে ছবির পরিচালক হিসেবে অনিস বাজমির নাম থাকলে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে যায়, কারণ বলিউডে কমেডি ঘরানাকে নতুন মোড় দেওয়ার কৃতিত্বের বড় অংশই তাঁর ঝুলিতে।

খবর, নতুন ছবিতে আবারও ধরা পড়বে অক্ষয়ের দুর্দান্ত কমেডি টাইমিং। তবে শুধু অক্ষয়ই নয়, এবার নাকি বিদ্যা বালানের ‘হিউমার পাওয়ার’ও দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। ‘ভুল ভুলাইয়া’-তে তাঁর অভিনয় ও হালকা কমেডি ঝলক দর্শক পছন্দ করেছিলেন। এবার অনীস বাজমি নাকি সেই ক্ষমতাকে আরও বড় পরিসরে ব্যবহার করতে চলেছেন।
