‘বর্ডার’ দাবি অনু মালিকের 

বলিউডে শুরু হয়ে গেল নতুন বিতর্ক। ‘বর্ডার ২’-এর গান ‘ঘর কবে আয়োগে’ নিয়েই সরব সুরকার অনুমালিক, খোলাখুলি জানিয়ে দিলেন, এই গান যতই রিক্রিয়েট করা হোক না কেন,গানটির মূল সৃষ্টির কৃতিত্ব তাঁকেই দিতে হবে। কারণ এই গানটি আসলে কিংবদন্তি ‘সন্দেশে আতে হ্যায়’ এর ঘষামাজা করা ভার্সন, যে গান লিখেছিলেন জাভেদ আখতার আর সুরকার ছিলেন স্বয়ং অনু মালিক।

 

সম্প্রতি ছবির নির্মাতারা প্রকাশ করেছেন নতুন গানের টিজার। গানটি নতুন করে সাজিয়েছেন মিঠুন, অতিরিক্ত কথায় যোগ দিয়েছেন মনোজ মুনতাশির। আর তার পরই মুখ খুললেন অনু মালিক। জানালেন, তিনি যদিও গানের এই নতুন ভার্সনের সঙ্গে যুক্ত নন, তবুও তাঁর নাম ক্রেডিটে থাকা চাইই চাই। তাঁর স্পষ্ট কথা, “গানটা রিক্রিয়েট করা হয়েছে  বটে, কিন্তু মূল গান তো আমারই সৃষ্টি। তাই আমার আশা, আমাকেও কৃতিত্ব দেওয়া হবে।”এরপর আরও কড়াভাবে বলেন,“মানুষ জানে আমাদের অবদান। ‘সন্দেশে আতে হ্যায়’ ছাড়া ‘বর্ডার ২’ তৈরি করাই যায় না। জাভেদ সাহেব আর আমার, আমাদের অবদান এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের নাম কোথাও না কোথাও দিতেই হবে।”

 


দুবাইয়ে কপিলের নয়া চমক! 

পর্দার বাইরে কপিল শর্মার নতুন চমক! জনপ্রিয় এই কৌতুকাভিনেতা পর্দার দুনিয়া ছাড়িয়ে আগেই পা রেখেছেন রেস্তরাঁ ব্যবসায়। এবার সেই পথচলা আরও একটু বাড়ল।  নতুন বছরের ঠিক আগে দুবাইতে দরজা খুলছে তাঁর নতুন থিম ক্যাফে, ‘ক্যাপস ক্যাফে’। নেটফ্লিক্স শোয়ের সেট ও পরিবেশ থেকে অনুপ্রাণিত এই ক্যাফেকে সাজানো হয়েছে একদম কপিলের স্বাদে -হালকা হাসি, খুনসুটি, আর উষ্ণ আতিথেয়তার মিশেলে। দুবাইয়ের ঝকঝকে স্কাইলাইনের মাঝেই যেন তৈরি হয়েছে কমেডির এক টুকরো রাজ্য।

 

ইনস্টাগ্রামে নিজেই এই সুখবর দিয়েছেন কপিল। প্রকাশ করেছেন একটি ভিডিও। দুবাইয়ের আকাশচুম্বী দৃশ্য কাট হয়ে পৌঁছে যায় ক্যাফের দোরগোড়ায়। সেখানে কফির কাপ হাতে, হাসিমুখে অতিথিকে স্বাগত জানাচ্ছেন তিনি। যেন ক্যামেরার সামনে নয়, এবার সত্যিকারের জীবনের মঞ্চেই দর্শকদের আপ্যায়ন করতে প্রস্তুত কপিল শর্মা। ক্যাফে উদ্বোধনের দিন দুপুর ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ক্যাফে।

 

 

 

 

 

সানি-আমিশার ‘ইক্কিস’ মুহূর্ত 

‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে তৈরি হল একাধিক আবেগঘন মুহূর্ত। এবং তৈরির অন্যতম কারিগর অভিনেত্রী আমিশা প্যাটেল। সানি দেওলের সঙ্গে ‘গদর’ ছবিতে  দুর্দান্ত জুটি গড়া এই অভিনেত্রী হাজির ছিলেন সানি-র বাবা তথা বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে। আর সেখান থেকেই উঠে এল আবেগে ভরা একাধিক মুহূর্ত।

 

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমিশা। পোস্ট করা ভিডিওয় দেখা গেল, প্রিমিয়ারের পর আবেগে ভেসে যাওয়া সানি দেওলকে শক্ত করে বুকে জড়িয়ে ধরছেন তিনি। পাশাপাশি হাসিমুখে কথা বলতে দেখা গেল ববি দেওলের সঙ্গেও। অনুষ্ঠানে ছিলেন টাইগার শ্রফ, অভয় দেওল-সহ আরও বহু তারকা। লালগালিচায় সবার সঙ্গে মুহূর্ত বন্দি করলেন অভিনেত্রী। এরপর ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমিশা লিখলেন, “ধন্যবাদ সানি এবং ববিকে, আমাদের কিংবদন্তি  ধরমজির শেষ ছবি ইক্কিস-এর এত সুন্দর এক প্রদর্শনীতে আমন্ত্রণ জানানোর জন্য। একেবারে উপযুক্ত শ্রদ্ধা।”