সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ছাড়পত্র পেল শাহরুখের সংস্থা

২০১৩ সালে শাহরুখ খান মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল যে মহিলারা অ্যাসিড অ্যাটাকের শিকার তাঁদের নিয়ে, তাঁদের জন্য কাজ করা। এবার শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশনকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স দেওয়া হল। এর ফলে এবার শাহরুখের এই সংস্থা বিদেশ থেকেও অনুদান পেতে পারবে।

নয়া অবতারে বিগ বি

মুম্বইয়ের রাজপথে নয়া অবতারে দেখা মিলল বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের। হলুদ পাঞ্জাবি, হলুদ পাগড়ি এবং কালো ফ্রেমের চশমা পড়ে দেখা মিলল তাঁর। তাঁর এই নতুন রূপ দেখে নেটিজেনদের ধারণা, নতুন কোনও ছবির জন্যই নিজের এমন লুক তৈরি করেছেন অমিতাভ। আগামীতে তাঁকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 'ভেট্টিয়ান' ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে পা দিতে চলেছেন বিগ বি।

দিওয়ালির ধামাকা 'ভুলভুলাইয়া ৩'

বলি অভিনেতা কার্তিক আরিয়ান সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর আসন্ন ছবি 'ভুলভুলাইয়া ৩' নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই ছবিটি দিওয়ালির বড় ধামাকা হতে চলেছে দর্শকের জন্য। ছবিটিতে কাজ করে আমি খুবই উত্তেজিত। পোস্ট প্রোডাকশনের কাজ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। ছবিতে বিদ্যা বালানের সঙ্গে কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান কার্তিক।

নবাবী মেজাজে সইফ

রবি গ্রেওয়াল পরিচালিত 'জুয়েল থিফ- দ্য রেড সান চ্যাপ্টার'-এ বলি অভিনেতা সইফ আলি খান মুখ্য চরিত্রে থাকছেন। এই খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে এই ছবি নিয়ে কৌতূহল বেড়ে চলছিল। বুদাপেস্টে শেষ হল ছবির শুটিং। শুটিং শেষে ফুরফুরে মেজাজে সোশ্যাল মিডিয়ায় কুণাল কাপুর, সিদ্ধার্থ আনন্দ, মমতা আনন্দের সঙ্গে ছবি শেয়ার করলেন সইফ আলি খান। এই রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল তাঁদের।