সংবাদসংস্থা মুম্বই:

ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো শুভমন-সারার! 

ক্রিকেট মাঠের বাইরেও শিরোনামে শুভমন গিল! শচীন-কন্যা সারা তেন্ডুলকর আর ভারতীয় ক্রিকেটার শুভমন গিল—দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। আর তাতেই ফের মাথাচাড়া দিয়েছে তাঁদের সম্পর্ক ঘিরে গুঞ্জন। তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। ২০২০-তে এক আইপিএল ম্যাচে শুভমনকে প্রশংসায় ভাসিয়েছিলেন সারা, আর তখন থেকেই তাঁদের 'লাইক-কমেন্ট'-এর আদানপ্রদান শুরু সোশ্যাল মিডিয়ায়। এমনকি শুভমনের দিদি শাহনিল গিল ও সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা। ফলে সম্পর্কের খবর আরও জোরদার হয়।

সত্যিই কি ইতি পড়ল সারা-শুভমনের রসায়নে? না কি নতুন কোনও অধ্যায়ের শুরু? উত্তর জানে শুধু ওঁরা দু’জনেই!

 

রেখার প্রশ্ন

‘লাপতা লেডিজ’-এ ‘ফুল’-এর চরিত্রে মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের পর থেকেই দর্শকের ভালবাসা কুড়িয়েছেন ১৭ বছরের নিতাংশী গোয়েল। এবার তিনি রেখার কাছ থেকে পেলেন এক রকম আশীর্বাদই ! সম্প্রতি এক অনুষ্ঠানে রেখার সঙ্গে দেখা হয় নিতাংশীর। শুধু দেখা নয়, নিজস্বীও তুলেছেন দুই প্রজন্মের এই দুই অভিনেত্রী। কিন্তু তার থেকেও বেশি মনে থেকে যাওয়ার মতো মুহূর্ত ছিল রেখার সেই প্রশ্ন—"এত কাঁদো কেন?" নিতাংশীর কথায় , “ওঁর সঙ্গে দেখা হওয়াটা আমার কাছে একটা বিশাল মুহূর্ত। কে না ওঁর ফ্যান? আমি যখন রেখাজির সঙ্গে দেখা করি, তখন উনি জানতেন যে আমি সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠে মঞ্চেই কেঁদে ফেলেছিলাম। তখনই রেখাজি হেসে বললেন, ‘তুমি কাঁদলে কেন? তোমার তো এত সুন্দর স্বপ্ন আছে, সেগুলো দেখে যাও, স্বপ্ন দেখে যাও!’ ”
 

ফস্কে গেল!

বলিউডের ‘এভারগ্রিন ব্যাচেলর’ সলমন খান। তবে জানেন কি, একসময় বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছিল? আর পাত্রী ছিলেন সঙ্গীতা বিজলানি!সলমন নিজেই কফি উইথ করণে স্বীকার করেছিলেন—“একসময় সত্যিই বিয়ে করতে চেয়েছিলাম... সঙ্গীতার সঙ্গে তো কার্ডও ছাপা হয়ে গেছিল, ভাই!” করণ জোহরের তৎক্ষণাৎ রসিকতা—“তাহলে হল না কেন? ও কী অন্য কারওর সঙ্গে ধরে ফেলেছিল তোমায়?” একটু ঘাবড়ে গিয়ে হেসে সলমনের জবাব ছিল, “ধরবে মানে? না না…”

কিন্তু বলিপাড়ার গুঞ্জন বলে, সঙ্গীতা সত্যিই নাকি ধরে ফেলেছিলেন সলমনকে অন্য এক অভিনেত্রীর বাড়িতে—তিনি সোমি আলি! তখন সলমনের সঙ্গে কাজ করছিলেন সোমি, আর সেখান থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কের সেই সময়ে সঙ্গীতার অজান্তেই সোমির সঙ্গে দেখা করতেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোমি নিজেও স্বীকার করেছেন—হ্যাঁ, সঙ্গীতা একদিন তাঁকে সলমনের বাড়িতে হাতেনাতে ধরে ফেলেছিলেন।