সংবাদসংস্থা মুম্বই:
বন্ধ হল মধুবালার বায়োপিক
বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালা-র জীবনী নিয়ে তৈরি হতে চলা প্রতীক্ষিত বায়োপিক আপাতত বন্ধ হয়ে গেল।
পরিচালক জসমিত কে রীন (যিনি ‘ডার্লিংস’ ছবির জন্য পরিচিত) পরিচালিত এই ছবিটি ছিল এক বিশাল পিরিয়ড ড্রামা—কিন্তু বাজেট বেড়ে যাওয়ায় আপাতত পুরো প্রজেক্টে ব্রেক টানা হয়েছে।ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সোনি পিকচার্স, ব্রিউইং থটস ও মধুবালা পিকচার্স। তাঁদের পরিকল্পনা ছিল এক ঝাঁ-চকচকে বড় মাপের প্রজেক্ট—যেখানে থাকবে পুরনো আমলের সেট, প্রাসাদোপম দৃশ্যপট, ক্লাসিক কস্টিউম, ও মধুবালার জীবনের সূক্ষ্ম আবেগঘন উপস্থাপন। ছবির মূল বাজেট ছিল প্রায় ৮০ কোটি টাকা!কিন্তু সেই খরচ স্রেফ প্রেক্ষাগৃহে মুক্তি থেকে ফেরত পাওয়া কঠিন—এই ভাবনা থেকেই আপাতত প্রজেক্ট স্থগিত।এই মুহূর্তে যে অভিনেত্রীদের নিয়ে মধুবালার চরিত্র ভাবা হচ্ছিল, তাঁদের সঙ্গে কাস্টিং আলোচনা বন্ধ রাখা হয়েছে। আশা, নতুন বাজেট প্ল্যান তৈরি হলে এ বছরেই দ্বিতীয়ভাগে শুটিং ফের শুরু করা যাবে।
হারিয়ে গিয়েছেন বরুন-আহান!
পর্দায় যুদ্ধ, আর বাস্তবে মহা অ্যাডভেঞ্চার! ‘বর্ডার ২’-এর শুটিং চলছে পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে, আর সেখান থেকেই জবরদস্ত এক কাণ্ডে জড়ালেন বরুণ ধাওয়ান ও আহান শেট্টি। সেটের কাজ সেরে পুণে শহর ঘুরতে বেরিয়ে পড়েন বরুণ-আহান, কিন্তু রাত যত বাড়ে, ততই তারা বুঝতে পারেন… তাঁরা হারিয়ে গিয়েছেন! শুক্রবার রাতে বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে ও আহানকে দেখা যায় এক মেট্রোর প্ল্যাটফর্মে। সেখানেই এই ঘটনার কথা জানান বরুণ।
দৌড়চ্ছে ‘সিতারে জমিন পর’!
আমির খান ও জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘সিতারে জমিন পর’। শুক্রবার মুক্তির পর দ্বিতীয় দিনেই বক্সঅফিসে বাজিমাৎ করেছে। শনিবার ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে বলে জানিয়েছে ট্রেড অ্যানালিটিক ওয়েবসাইট স্যাকনিল্ক। আরএস প্রসন্ন পরিচালিত এই স্পিরিচুয়াল-স্পোর্টস ড্রামা ভারতে ইতিমধ্যেই ৩২ কোটি টাকার বেশি আয় করেছে।স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার ছবিটি শুক্রবারের তুলনায় অনেক ভালো পারফর্ম করেছে। শুক্রবার ছবিটি ১০.৭ কোটি টাকার ব্যবসা করলেও, শনিবার প্রায় ২১.৫ কোটি টাকা আয় করে ‘সিতারে জমিন পার’-এর মোট আয় পৌঁছে যায় ৩২.২ কোটি টাকায়। ইতিবাচক রিভিউ ও দর্শকদের প্রশংসার কারণে রোববার ছবিটির আরও ভালো ব্যবসার আশা করা হচ্ছে।
