সংবাদসংস্থা মুম্বই:

তিন দিনে ৩০ কোটি?

অক্ষয় কুমার, আর. মাধবন ও অনন্যা পাণ্ডে অভিনীত ঐতিহাসিক পিরিয়ড ড্রামা ‘কেশরী চ্যাপ্টার ২’ মুক্তির পর থেকেই ধীরে ধীরে গতি পেয়েছে বক্স অফিসে। মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি টাকা। দ্বিতীয় দিনেই তা বেড়ে দাঁড়ায় ৯.৭৫ কোটিতে। আর তৃতীয় দিনে চিত্রটা আরও পরিষ্কার—শুধু রবিবারেই আয় ₹১২.২৫ কোটি! সব মিলিয়ে ৩ দিনে মোট কালেকশন দাঁড়াল ২৯.৭৫ কোটি টাকা।

ছবির নির্যাস মূলত এক ঐতিহাসিক কোর্টরুম ড্রামা, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সমালোচকমহলেও ছবিটা এক। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের প্রশংসায় ভাসছে এই ছবি। ‘কেশরী চ্যাপ্টার ২’ এইমুহূর্তে ধীরে ধীরে হয়ে উঠছে বক্স অফিসের অন্যতম চর্চিত ছবি।


আলিয়ার দিদির প্রেম 

শেষমেশ মুখ খুললেন শাহিন ভাট। মাসের পর মাস ধরে গুঞ্জন চলছিল, তবে এবার আলিয়া ভাটের দিদি নিজেই সম্পর্কের সিলমোহর দিলেন। তাঁর জীবনে যে একজন বিশেষ মানুষ রয়েছেন, তা আর লুকোনোর কিছু নেই— এবার সেটা নিজেই প্রকাশ্যে আনলেন শাহিন। তিনি প্রেম করছেন ফিটনেস কোচ ও প্রাক্তন আন্তর্জাতিক সাঁতারু ইশান মেহরার সঙ্গে। দু’জনে একসঙ্গে নিউ ইয়ার ট্রিপে গিয়েছিলেন, তখন থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে এতদিন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।
এবার নিজের ইনস্টাগ্রামেই একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করে শাহিন জানিয়ে দিলেন— ‘হ্যাঁ, আমরা একসঙ্গে!’

 

ইমরান-মন্ত্র 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা— বলিউডে যাঁরা সময়ের পরীক্ষায় টিকে গিয়েছেন, তাঁদের এক বড় অস্ত্র। আর সেই মন্ত্রই এবার নিজের কায়দায় বুঝিয়ে দিলেন ইমরান হাশমি। এক সাক্ষাৎকারে ইমরান বললেন, “যখন একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যান, তখন নতুন প্রজন্মের অভিনেতা-পরিচালকরা এসে যায়। তখন সবচেয়ে জরুরি বিষয় হল— ওদের থেকে শেখা। ওদের ভাবনা, ওদের কাজ করার ধরণ বুঝতে শেখাটাই সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকার আসল চাবিকাঠি।” তাঁর মতে, শিল্পী হিসেবে নিজেকে বারবার ভেঙেচুরে নতুনভাবে গড়ে তোলাটাই সিনেমার জগতে বেঁচে থাকার একমাত্র রাস্তা। আর সেটা সম্ভব হয় নতুনদের সঙ্গে কাজ করলে, নতুন গল্পে ঝাঁপিয়ে পড়লে।”