সংবাদসংস্থা মুম্বই:
বাবিলের পাশে প্রতীক
একটি ভিডিও পোস্ট করে চর্চায় ইরফান খান-পুত্র বাবিল খান। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে বাবিলকে কাঁদতে ও অস্পষ্টভাবে কথা বলতে দেখা যায়—যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। পরে ভিডিওটি মুছে ফেলেন তিনি। এই ঘটনায় বাবিলের পাশে দাঁড়ালেন অভিনেতা প্রতীক বব্বর। এক সাক্ষাৎকারে প্রতীক বলেন, “ইরফান খানের ছেলে হওয়া সহজ নয়। বাবিল যখন ওঁকে হারিয়েছিল, তখন ও কিশোর। আমি জানি, কী ভেতরের যন্ত্রণা নিয়ে ও বেঁচে আছে। যদি ও নিজেকে আঘাত করে থাকে, সেটা অবশ্যই ভুল, কিন্তু ও যে কী পেরিয়েছে, সেটা মাথায় রাখতে হবে।”
প্রতীকের সংযোজন, “ওর বাবা এমন এক জায়গায় পৌঁছেছিলেন, যেখানে খুব কম লোকই পৌঁছতে পারে। আমার মন কেঁদে উঠেছে ওর জন্য। আমি জানি, ও কী অনুভব করছে। আমি নিজেও এক কিংবদন্তির সন্তান, যিনি আমার জীবনে ছিলেনই না। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এটা সহজ নয়। আমি বাবিলের জন্য শুধু শুভকামনাই জানাতে পারি। ওর বাবা আজও ওর রক্ষাকর্তা হয়ে রয়ে গিয়েছেন।”
‘মানবিক সম্মান’ সোনু-কে
মিস ওয়ার্ল্ড সংস্থা ঘোষণা করেছে, ৭২তম মিস ওয়ার্ল্ড উৎসবের গ্র্যান্ড ফিনালে-তে ‘সোনু সুদ’ সম্মানিত হবেন ‘হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’-এ। কোভিডের সময় তাঁর অবিস্মরণীয় সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সুদ চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজকে আরও একটু সুন্দর করার, উন্নত করার চেষ্টার স্বীকৃতিতেই এই আন্তর্জাতিক সম্মান। এই সম্মান প্রদান করা হবে ৩১ মে, ২০২৫-এ হায়দরাবাদের হাইটেক্স অ্যারেনায়। শুধু সম্মান নয়, ফিনালে-তে বিচারক মণ্ডলীতেও থাকবেন সোনু সুদ। সম্মান পেয়ে সোনু সুদের প্রতিক্রিয়া, “এই পুরস্কার আমাকে আরও শক্তি দেয়—যেন আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি, আশার আলো পৌঁছে দিতে পারি।”
‘রাজার রাজা’ শাহরুখ!
মেট গালা ২০২৫-এ নজরকাড়া রাজকীয় লুক নেটপাড়ায় সুনামির তুফান তুলেছেন শাহরুখ খান। মেট গালার রেড কার্পেটে অভিষেকের পর সোশ্যাল মিডিয়ায় 'বাদশা' নিজেই বলেছিলেন, “এটা আমার জায়গা নয়, কিন্তু সব্যসাচী আমাকে সত্যি এক রাজা বানিয়ে দিল।” কিং খান-এর পরনে ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর ডিজাইন করা স্টাইলিশ ব্ল্যাক স্যুট, সঙ্গে সোনালি হার ও আংটির বাহার।
শাহরুখের গলায় ছিল দু’টি আইকনিক নেকলেস—একটিতে ‘SRK’, আরেকটিতে ‘K’। বাঁ হাতে চারটে আংটি, আর সোনার বেঙ্গল টাইগার হেড যুক্ত রাজকীয় লাঠি! নিজের সেই সাজের ছবি পোস্ট করে শাহরুখ লিখলেন, “ফ্যাশন আসলে নিজেকে হওয়া। আর তুমি সেটা করে দেখিয়েছ, সব্যসাচী।” জুহি চাওলা থেকে অনন্যা পাণ্ডে—অনেকে প্রশংসায় ভরিয়ে দিলেন কিং খানের পোস্ট। আর মেয়ে সুহানা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন ছবিগুলো, সঙ্গে বাজল গান ইয়ং শাহরুখ।
