সংবাদসংস্থা মুম্বই:
প্রিয়াঙ্কার উপদেশ
অভিনয় নয়, বরং ছোটবেলায় বাবার সঙ্গে সেটে গিয়ে ‘কুল’ লাগত—সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় ইব্রাহিম আলি খানের। সাইফ-পুত্রের মতে, “ছোট থেকেই সবাই ধরেই নিয়েছিল আমি অভিনেতা হব, কিন্তু সেই সিদ্ধান্তটা নিজের ভেতর থেকেই আসা জরুরি।” নেটফ্লিক্সের রোম্যান্টিক কমেডি নাদানিয়াঁ দিয়ে বলিউডে পা রাখলেও, সেভাবে নজর কাড়তে পারেননি ইব্রাহিম। সমালোচকরা তীর্যক, সোশ্যাল মিডিয়ায় উঠেছে স্বজনপোষণের ঢেউ। তবে প্রথম ধাক্কাতেই ভেঙে পড়েননি নবাগত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি বার্তা তাঁকে সাহস জুগিয়েছে। ইব্রাহিম বলেন, “প্রিয়াঙ্কা ম্যাম আমাকে লিখেছেন—তুমি দারুণ করবে, মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাও, স্কিনটা একটু মোটা করে ফেলো... এমন একজনের কাছ থেকে এই কথাগুলো পেয়ে আমি খুব অনুপ্রাণিত হয়েছি।”
বিস্ফোরক নীল!
দুই দশকের অভিজ্ঞতায় সাফল্য যেমন দেখেছেন, তেমনি ব্যর্থতার স্বাদও কম পাননি অভিনেতা নীল নীতিন মুকেশ। এবার ওটিটি দুনিয়ায় 'হ্যায় জুনুন' দিয়ে পা রাখছেন অভিনেতা। সিরিজের প্রচারে ব্যস্ত নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন—বলিউড এখন ‘টক্সিক’ হয়ে উঠছে। “এখানে শুক্রবার কোনও ছবি না চললে লোকজন খুশি হয়। কেউ ব্যর্থ হলে সেটা নিয়ে উৎসব হয়, সাফল্য হলে নয়। এটা খুব বিষাক্ত পরিবেশ তৈরি করছে,” বলেন নীল। তাঁর মতে, “এই পরিস্থিতিতে নিজের প্যাশন, আত্মবিশ্বাস আঁকড়ে ধরাই একমাত্র উপায়। চেষ্টা করে যেতে হবে, সফল না হলেও অন্তত আফসোস থাকবে না।” বলিউড নিয়ে আরও বলতে গিয়ে অভিনেতা বলেন, “এই ইন্ডাস্ট্রিকে আমি এক সময় পরিবার মনে করতাম। ভাবতাম, আমরা সবাই একই পরিবারের অংশ। কিন্তু এখন? কেউ কারও কাজের প্রশংসা পর্যন্ত করে না যদি না খুব ঘনিষ্ঠ কেউ হয়। ফোন তো দূরের কথা, সামনাসামনি বলাও বন্ধ হয়ে গেছে।”
‘ভুলচুক’ করে বিপাকে রাজকুমার
রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ভুলচুক মাফ সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে জট। ম্যাডক ফিল্মস বনাম পিভিআর আইনক্স-এর আইনি টানাপোড়েনে আপাতত স্থগিত এই ছবির মুক্তি। বম্বে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, প্রযোজনা সংস্থা চুক্তি ভেঙে সরাসরি ওটিটিতে ছবি ছাড়তে পারে না। আগে আট সপ্তাহ থিয়েটারে দেখাতেই হবে। গত সপ্তাহে ম্যাডক ফিল্মস জানিয়েছিল, ৯ মে-র প্রেক্ষাগৃহ মুক্তি বাতিল করে তারা ১৬ মে ছবি ছাড়বে আমাজন প্রাইমে। কারণ হিসাবে তুলে ধরা হয় “অপারেশন সিঁদুর”–এর পর গোটা দেশে চলা কড়া নিরাপত্তা এবং ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপট। তবে এই সিদ্ধান্তকে চুক্তিভঙ্গ বলে চিহ্নিত করে পিভিআর আইইনক্স আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্ট জানায়, ছবিটি “হোল্ডব্যাক পিরিয়ড” শেষ না হওয়া পর্যন্ত কোনও প্ল্যাটফর্মেই মুক্তি পাবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ জুন।
