মাতৃদিবসের দু’দিন পরেই মাকে হারালেন জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। অনেক চেষ্টা করেও মায়ের হাতটা ধরে রাখতে পারলেন না। আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে কথা বললেন অভিনেত্রী।

বহুদিন ধরে অসুস্থ থাকলেও এত তাড়াতাড়ি মাকে হারিয়ে ফেলতে হবে কখনওই ভাবেননি তন্বী। এমনকী হাসপাতালে শেষ মুহূর্ত অবধি তিনি ভেবে গিয়েছেন প্রত্যেকবারের মতো লড়াই করে আবারও হয়তো ঠিক ফিরে আসবেন মা। এবার আর তা হল না। মায়ের হাত শেষবারের মতো ধরে সোশ্যাল মিডিয়ায় তন্বী লিখেছেন, ‘মা ও মা! এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বারান্দায় দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত হাত নাড়াতে যতক্ষণ আমার গাড়িটা দেখা যেত। এই হাত দিয়েই সবাইকে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, সেলাইন সব সহ্য করেছ। অনেক কষ্ট পেয়েছ। কিন্তু আমাদের বুঝতে দাওনি। নিজের ভাইকে ছোটবেলায় হারিয়েছ। মা-বাবাকেও চলে যেতে দেখেছে। এখন নিশ্চয়ই সবার সঙ্গে ভাল আছ’। 

অনেকদিন ধরেই অসুস্থ অভিনেত্রীর মা। ‘আলাপ’ ছবির প্রোমোশন হোক বা আদৃত-কৌশাম্বির বিয়ে, সেই দুশ্চিন্তা নিয়েই হাসিমুখে দেখা গেছে তন্বীকে। কাউকে বুঝতে দেননি, আসলে তাঁর মনের অবস্থা কেমন ছিল। তাই এদিন উজাড় করে মনের কথা লিখলেন। দেবলীনা কুমার থেকে দিয়া মুখোপাধ্যায় সকলেই অভিনেত্রীর মনকে শক্ত করার কথা বলেছেন। সুস্থ থাকার প্রার্থনা করেছেন। আজকাল ডট ইনের প্রার্থনা, কঠিন সময় কাটিয়ে উঠুক তন্বী এবং তাঁর পরিবার।