আপনার জন্ম তারিখ বলে দিতে পারে কেমন মানুষ আপনি। এমনকী আপনার প্রেম জীবন কেমন কাটবে। এই নির্দিষ্ট মূলাঙ্কের বা জন্ম দিনের মানুষদের ভালবাসা অত্যাচারে পরিণত হয়। তাঁদের ভালবাসার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত হয় সঙ্গীর। জেনে নিন তাঁরা কারা। ছবি- এআই দ্বারা নির্মিত
2
6
যে ব্যক্তির মূলাঙ্ক ৪ হয় অর্থাৎ যাঁদের জন্ম কোনও মাসের ৪, ১৩ বা ২২, ৩১ তারিখে হয় তাঁদের ভালবাসা আদতেই অত্যন্ত টক্সিক হয়। সোহাগ, আদর, ভালবাসা, মান, অভিমান সবটাই অত্যাচারে পরিণত হয় একটা সময়। কিন্তু কেন? ছবি- সংগৃহীত
3
6
৪ মূলাঙ্ক হয় যাঁদের তাঁদের অধিপতি বা স্বামী গ্রহ হল রাহু। এই ছায়া গ্রহের প্রভাব দারুণ ভাবে থাকে এই ব্যক্তিদের উপর। ফলে এঁরা ভীষণ কন্ট্রোলিং হন। হন ভয়ানক জেদিও। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
মূলাঙ্ক ৪ যাঁদের হয় তাঁরা অত্যন্ত পসেসিভ হন। সঙ্গীকে বিন্দুমাত্র কারও সঙ্গে সহ্য করতে পারেন না। তাঁরা যা বলেন তার একটু এদিক ওদিক হলেই সর্বনাশ ঘটান। আপনি কি করবেন, কার সঙ্গে মিশবেন, থেকে কী পরবেন, সবটাই নিয়ন্ত্রণ করতে চান ৪ মূলাঙ্কের ব্যক্তিরা। ছবি- এআই দ্বারা নির্মিত
5
6
তবে এঁরা যতই সঙ্গীর সব কিছু নিয়ন্ত্রণ করুন, সব বলে দিন না কেন, নিজের বেলায় কিন্তু একদম উল্টো। কারও কথা শুনে চলা এঁদের ধাতে নেই। স্বাধীনতা পছন্দ করেন সব বিষয়ে। আপনি অতিরিক্ত নাক গলালেই হয়ে গেল! ছবি- সংগৃহীত
6
6
৪ মূলাঙ্কের ব্যক্তিরা নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করেন সব বিষয়েই। এমনকী সঙ্গীর থেকেও তারা সব বিষয়ে এগিয়ে সেটা প্রতিপন্ন করতে চান। ভালবাসলেও, সঙ্গীর সঙ্গেও একটা চাপা রেষারেষি চালান। ফলে ৪ সংখ্যার ব্যক্তিদের প্রেম টিকে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। ছবি- এআই দ্বারা নির্মিত