নিজস্ব সংবাদদাতা: কথার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না দর্শকেরা, কিন্তু ইতিমধ্যেই 'বুলি' এসে গিয়েছে সকলের মন ভাল করার জন্য। এবার সকলকে চমকে দিয়ে 'কথা'র সেটে হাজির হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এভি ও বুলিকে পাশাপাশি নিয়ে ছবিও তুললেন তিনি। তবে কি এবার এই ধারাবাহিকে নতুন কোন চমক নিয়ে আসছেন সবার প্রিয় 'বুম্বাদা'?
'কথা' ধারাবাহিকে কি এবার দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে? অভিনেতাকে সিরিয়ালের সেটে দেখে অনেকেই এমনই প্রশ্ন করছেন। তবে 'কথা' পরিবারের সঙ্গে দেখা করার আসল কারণ হল 'কভি নিম নিম কভি সহেদ সহেদ'। এখনও ঠিক বোঝা গেল না তাই তো? আসলে বাংলার এই সফল মেগাসিরিয়াল এবার তৈরি হতে চলেছে হিন্দিতে। যার নাম 'কভি নিম নিম কভি সহেদ সহেদ'।
হিন্দি এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা এন আইডিয়াস ক্রিয়েশন। তাই কথার শুটিং কেমন চলছে তার আঁচ পেতেই ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ হাজির হন প্রসেনজিৎ। সকলের সঙ্গে দেখা করার পাশাপাশি, আড্ডা ও ছবি তুলতে তুলতে বেশ খানিকটা সময় কাটিয়ে গেলেন সকলের প্রিয় 'বুম্বাদা'।
প্রসঙ্গত, এই মুহূর্তে ধারাবাহিকে গল্পের নতুন মোড় দেখছেন দর্শকেরা। কথার মৃত্যুর পর সম্পূর্ণ বদলে গিয়েছে এভি, সম্পূর্ণ একজন নতুন মানুষ যেন। ডুবে গিয়েছে মদ্যপানে। তবে কথার জায়গায় ইতিমধ্যেই হাজির হয়েছে বুলি। যাকে দেখতে অবিকল কথার মত হলেও, এখনও পর্যন্ত দেখা গিয়েছে যে, সে সম্পূর্ণ অন্য একজন মানুষ। ধারাবাহিকের প্রমোতে দেখা গিয়েছে, শীঘ্রই দেখা হবে বুলি এবং এভির। সেই সাক্ষাতের অপেক্ষাতেই রয়েছেন দর্শকেরা। বুলি কি এভির জীবনে কথার অভাব পূরণ করতে পারবে? নাকি পরবর্তী সময় দেখানো হবে বুলিই আসলে কথা। ৫০০ পর্ব পেরিয়ে একের পর এক চমক দিয়েই চলেছে এই ধারাবাহিক।
