বহু অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’। ১০ বছর পর দেব-শুভশ্রী জুটিকে দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। তবে এই ছবির ট্রেলার, গান মুক্তি পাওয়ার পর থেকেই সমাজ মাধ্যমে নানাভাবে আক্রমণ করা হচ্ছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে, বাদ যাচ্ছেন না রাজ চক্রবর্তীও। এতদিন এই বিষয়ে কোনও কথা না বললেও প্রথমবার-দেব শুভশ্রী জুটি থেকে ‘ধুমকেতু’ দেখা নিয়ে মুখ খুললেন রুক্মিণী। 


‘ধুমকেতু’ কি দেখেছেন রুক্মিণী? বিন্দুমাত্র অপেক্ষা না করে অভিনেত্রীর উত্তর, “১০ বছর আগেই দেখা হয়ে গেছে।” সমাজ মাধ্যমে রুক্মিণীকে কটাক্ষ করা নিয়ে প্রযোজক হিসেবে ‘বিশেষ বন্ধু’র কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেব। যা নিয়ে রুক্মিণীর উত্তর, “যারা আমায় চেনেন, তাঁরা জানেন আমি খুব হাসিখুশি একজন মানুষ। সব সময় খুশিতে থাকতে চাই, তাই এই সব বিষয়ে আমি খুব একটা পাত্তা দিই না,  আর একটা কথা দেবকে আমার কাছে কোনদিন ক্ষমা চাইতে হবে না।” এই কথা বলা মাত্রই পর্দার ‘বিনোদিনী’র মুখে ফুটে ওঠে চওড়া হাসি। 

আরও পড়ুনঃ বাংলাদেশে মুক্তি পাবে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'? ওপার বাংলার সরকারের কাছে কোন আবদার করলেন প্রযোজক রাণা সরকার?

দেব-শুভশ্রী জুটিকে এত বছর পর এতটা কাছাকাছি দেখে খানিকটা কি মন খারাপ রুক্মিণীর? অনেকেই কিন্তু ভাবছেন তেমনটাই। এক্ষেত্রে রুক্মিণীর সটান জবাব,  “২০২৫ সালে দাঁড়িয়ে যদি এই বিষয় নিয়ে আলোচনা হয় তাহলে আর কিছুই বলার নেই। সবাই এখানে কাজ করছেন, সহ অভিনেতার সঙ্গে কাজ সহজ করাই প্রত্যেকের কাজ, আমি জানি ওরা প্রত্যেকেই খুব প্রফেশনাল। তাও এই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা হচ্ছে মানে আসলে আমরা পিছিয়ে গেছি।“ শুধু মুখে বলা নয়, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে বরাবর ভারসাম্য রেখেছেন দেব। এবার রুক্মিণীও সেই কথাই বললেন। 


নানা কারণে একাধিকবার ট্রোলড হয়েছেন রুক্মিণী মৈত্র। তবে প্রত্যেকবার খুব সহজভাবে পুরো বিষয়টা গ্রহণ করেছেন তিনি। যে কোনও বিষয়েই উত্তর দিতে তিনি পছন্দ করেন এবং সব উত্তরও দেন। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। এই বিষয়টি চোখে পড়ে দেবেরও। রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে অপমান করা হচ্ছে, তা দেখে রুষ্ট হয়েছেন দেব। কেন কারওর ব্যক্তিগত জীবন নিয়ে এই ভাবে কথা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

 ‘ধূমকেতু’ মুক্তির আগের দিন বড়মার মন্দিরে শুভশ্রীর পাশে বসে পুজো দেওয়ার সময় রুক্মিণীর নামেও পুজো দেন দেব। অন্যদিকে, শুভশ্রীও রাজ এবং দুই সন্তানের জন্য পুজো দেন, এটাই খুব স্বাভাবিক। অতীতে দেব ও শুভশ্রীর মধ্যে যাই সম্পর্ক থাক না কেন, এখন তাঁদের কাজের ক্ষেত্রে একে অপরের বন্ধু। আর এই সম্পর্কে কতটা লাগাম দিতে হয় তা ভালমতো জানেন দু’জনেই। এমনকী পরবর্তীকালেও যদি ভালও গল্পের প্রস্তাব পান, তাহলে ফের একসঙ্গে কাজ করতে রাজি তাঁরা। 

প্রসঙ্গত, মাত্র ৩ দিন হয়েছে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমা। দেব-শুভশ্রী ১০ বছর পরে পর্দায় ফিরে ইতিমধ্যে উপার্জনের খাতায় বেড়েই চলেছে টাকার অঙ্ক।