টলিপাড়ার অন্যতম ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, প্রযোজনা, আরও নানা রকমের পেশাদারি দায়বদ্ধতা বহু বছর ধরেই একা হাতে সামলান ম্যাডাম সেনগুপ্ত। কিছুদিন আগেই তাঁর অভিনীত ছবি ‘গুড বাই মাউন্টেন’ মুক্তি পেয়েছে। ছবি পরবর্তী নানান কর্মকাণ্ড নিয়ে এইমুহূর্তে ব্যস্ত নায়িকা। তাঁর আরও একটা ছবি ‘বেলা’ শীঘ্রই রিলিজ করবে। সেই ছবির প্রচার কাজ নিয়েও ব্যস্ততা তুঙ্গে। এসবের মাঝে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক নতুন রূপে বাংলার দর্শক ঋতুপর্ণাকে দেখতে পাবেন। এবার অভিনেত্রী-প্রযোজকের রূপের বাইরে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। এই সংস্থা যে শুধু ছবি প্রযোজনা করে তাই না, ভিন্ন স্বাদের অনুষ্ঠান করে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋতুপর্ণা এবং ওঁর ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করেছে। এর আগেও বেশ কয়েকটি নৃত্যানুষ্ঠানে ঋতুপর্ণাকে দেখা গেছে ঠিকই, তবে এবারের প্রয়াস একেবারেই আলাদা। রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে এবারের পরিবেশনায়। ১৪ আগস্ট, কলামন্দিরে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হতে চলেছে ‘অ্যান ইভিনিং অফ রিদম অ্যান্ড রাগা’। এই অনুষ্ঠানেই ঋতুপর্ণা পরিবেশনা করবেন তাঁর অভিনব নৃত্যভাবনা। এই প্রদর্শনীতে তিনি শুধু নাচ নয়, বরং ধ্রুপদী রাগ ও ছন্দের অনুভবকে নাচের মাধ্যমে সামনে এনেছেন, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে।ঋতুপর্ণার কথায়, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে। তাবড় তাবড় ধ্রুপদী শিল্পীরা এই অনুষ্ঠানে পারফর্ম করছেন। ছন্দ এবং ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্যপরিকল্পনা করেছি। আশা করছি মানুষের ভাল লাগবে।”
ঋতুপর্ণার নৃত্যানুষ্ঠান ছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সেতারবাদক উস্তাদ শাহিদ পারভেজ এবং তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। ধ্রুপদীসঙ্গীত দুনিয়ায় এই দুই দিকপালের বাজনা শোনার এক দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। অনুষ্ঠানের অন্যতম চমক সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সঙ্গীত পরিবেশন, তবলায় সঙ্গত করবেন ডি সুব্রত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাগ এবং ছন্দের মিশেলে এক অনন্য সন্ধ্যা উপহার দিতে চলেছে ‘এন ইভিনিং অফ রিদিম এন্ড রাগা’। এমন মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন আদনাই এবং সারঙ। জানিয়ে রাখা ভাল, দর্শকমহলে ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে।
চলচ্চিত্র জগতে যিনি নিজেকে প্রযোজক, অভিনেত্রী ও শিল্পী হিসেবে প্রমাণ করেছেন, এবার ঋতুপর্ণা সেনগুপ্ত নৃত্যের মাধ্যমে বার্তা পৌঁছে দেবেন—খুব কাছ থেকে, ছন্দের আড়ালে। রবীন্দ্রনৃত্য ও ধ্রুপদীনৃত্যর মিশেলে গড়ে তুলবেন এই সন্ধ্যা।
‘অ্যান ইভিনিং অফ রিদম অ্যান্ড রাগা’—এটা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক জীবনের কবিতার রূপকথা।
