জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদ জারি। সরগরম টেলিপাড়া। সোমবার রাতে একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য।তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল দু’ভাগে বিভক্ত। তবে কিছুক্ষণ আগেও জিতু জানিয়েছিলেন, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। অন্যপ্রান্ত, দিতিপ্রিয়ার তরফে আসেনি কোনও জবাব। তবে এবার এল। 

ফেসবুকে সদ্য ছোট্ট একটি পোস্ট করেছেন দিতিপ্রিয়া। লিখলেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।"

 

পোস্ট ছোট হলেও এর অর্থ ভীষণ স্পষ্ট। এককথায়, সবরকম বিবাদ-ঝগড়ার ইতি এখানেই! ধারাবাহিক চলবে আগের মতোই। এবং তা বুঝতে পেরে খুশি হওয়া অনুরাগীদের মনেও। 

 

প্রসঙ্গত, আজকাল ডট ইন-কে জিতু বলেন, "আমি আমার প্রযোজক এবং চ্যানেলের কাছে দায়বদ্ধ। আমি কখনওই এমন একটি ধারাবাহিকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেব না। আমার মনে হয় এটা অত্যন্ত অপেশাদারিত্বের উদাহরণ। আমার খুব শরীর খারাপ না হলে বা বড় কিছু না হলে কখনওই এই সিদ্ধান্ত নেব না। আমি কোন এনওসি দিইনি। এবার বাকিটা আমার চ্যানেল এবং এসভিএফ প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটা যাই হোক না কেন আমি সেই ভাবে কাজ করব। আমি তো কল টাইম পেতে আগ্রহী এবং কালকে হয়তো শুটিং আছে, জানালেই আমি চলে যাব। খবরটা সঠিক না ভুল জানিনা, তবে আবারও বলছি চ্যানেল বা প্রযোজনা সংস্থা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। তবে আমি কাজ করতে চাই।"

 

পর্দার অপর্ণা-আর্যর মধ্যে ঠিক কী কারণে বিবাদ?

সোমবার রাতে একটি পোস্টে কোনও রকম নাম না করে দিতিপ্রিয়া জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। 

 

দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জিতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে সওয়াল। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে  কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন। সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না।সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা।আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।কিন্তু,কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।‘ (পোস্টদাতার বানান অপরিবর্তিত)

 

জিতু মনে করছেন, নিজে থেকে নয়। বরং কারও প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। নায়ক জানান, বয়সে নিছকই নায়িকার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। তবু যেন দ্বন্দ্ব মিটছিল না! তবে শেষ ভাল যার সব ভাল।