নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্দরে ঘটে চলা একের পর এক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সুরক্ষার্থে গঠন করা হয়েছে 'সুরক্ষা বন্ধু' কমিটি গঠন করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এই কমিটিতে লিখিতভাবে বা ইমেলের মাধ্যমে যেখানে অভিযোগ জানানো যাবে বলে জানান তিনি। কিন্তু এর মাঝেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
এই বিষয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আজকাল ডট ইন-কে বলেছিলেন, "যে সমস্ত অভিযোগ এসেছে ততদিন পুরোটাই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বা কানাঘুষোয়। তার মধ্যে ৪০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ এসেছে প্রযোজকদের বিরুদ্ধে। আর ৬০ শতাংশ অভিযোগ রয়েছে পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজকের বিরুদ্ধে।"
তিনি এদিন আরও বলেন, "যে সমস্ত পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে, তাঁদের বিষয়টা প্রাথমিকভাবে খতিয়ে দেখার দায়িত্ব ডিরেক্টরস গিল্ডেরই। কারণ, এই মুহূর্তে ফেডারেশন জানে না যে ডিরেক্টরস গিল্ড আদপেই ফেডারেশনের অন্তর্ভুক্ত কিনা। তাই তাঁদের বিষয়ে এখনই আমরা হস্তক্ষেপ করছি না। ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই এই বিষয়ে ভেবে দেখব।"
স্বরূপ বিশ্বাসের করা এই শতাংশের হিসাবে এইবার চটে লাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা। আজকাল ডট ইন-কে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় বলেন, "কোনওরকম প্রমাণ ছাড়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত এবং কানাঘুষো তথ্য পেয়ে এতবড় শতাংশের হিসাব কীভাবে একজন দিতে পারেন? এই মন্তব্য অত্যন্ত অবমাননাকর। এটা ডিরেক্টরস গিল্ডের পক্ষে অত্যন্ত অপমানের। স্বরূপ বিশ্বাস যথেষ্ট ভুল করেছেন কোনও প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করে। যদি সত্যিই কোনও অভিযোগ প্রমাণ সহ আমাদের কাছে আসে আমরা লিঙ্গ নির্বিশেষে তাঁদের সুবিচারের জন্য লড়ব। এই মন্তব্যে আমাদের অপমান হয়েছে তা শুধু নয়, এই বিষয়ে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করব।"
ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন বলেন, "এই মন্তব্যের যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই আমরা বিষয়টি খতিয়ে দেখব। এইরকম নানা মন্তব্য কানাঘুষো শোনা যায়। ফেডারেশনের বিরুদ্ধেও হিসাব করলে অনেক দুর্ণীতির কথা উঠে আসবে। কিন্তু তার প্রমাণ না থাকায় কোনও বিচার হবে না। তেমনই এক্ষেত্রে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে তথ্যের ভিত্তিতে এইরকম মন্তব্য গ্রাহ্য হবে না।"
এই ঘটনার প্রতিবাদে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মঙ্গলবার অর্থাৎ আজই এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মিটিং আয়োজন করেছেন। ওই কমিটির সদস্যরা যা সিদ্ধান্ত নেবেন তাই পরবর্তীকালে কার্যকর হবে।
